Gaurav Gogoi

গৌরবকেই মুখ্যমন্ত্রীর মুখ চায় কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫
গৌরব গগৈ।

গৌরব গগৈ। —ফাইল চিত্র।

অসমে প্রদেশ সভাপতি গৌরব গগৈকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে বিধানসভা ভোটে লড়তে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, অসমের বিধানসভায় শাসক বিজেপিকে ছাপিয়ে কার্যত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ব্যক্তিসত্তার বিরুদ্ধেই যে তাঁদের লড়তে হবে, কংগ্রেস নেতৃত্ব তা উপলব্ধি করছেন। হিমন্তের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের পাল্টা মুখ হিসেবে তাঁরা তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির গৌরবের উপরেই ভরসা রাখছেন। সঙ্গে রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গৌরবের বাবা তরুণ গগৈয়ের ঐতিহ্য উস্কে দেওয়ার কৌশলও।

বিধানসভা ভোটমুখী রাজ্যগুলির সঙ্গে শুক্রবার থেকে কংগ্রেস হাইকমান্ড বৈঠক শুরু করছে। ১৬ জানুয়ারি দিল্লিতে অসমের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী ও সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল। শনিবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। কারণ, রাহুল ওইদিন ইন্দোরে যাচ্ছেন। দূষিত পানীয় জলে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড মূলত প্রদেশ কংগ্রেস নেতাদের কাছে জানতে চাইবেন, তাঁরা একা লড়তে চাইছেন, না কি বামেদের সঙ্গে ফের আসন সমঝোতা করতে আগ্রহী? রবিবার কলকাতায় কংগ্রেসের প্রার্থী বাছাই কমিটির বৈঠক বসবে। সূত্রের বক্তব্য, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কেরল, অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেও দলের অনেক নেতা আবার এপ্রিল মাসের রাজ্যসভা নির্বাচনকে মাথায় রেখে সুযোগ পাওয়ার জন্য তদ্বির শুরু করেছেন। কর্নাটকে মুখ্যমন্ত্রীর গদি নিয়েও সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের দ্বন্দ্ব অব্যাহত। সূত্রের খবর, রাহুল মঙ্গলবার তামিলনাড়ুতে যাওয়ার পথে মাইসুরু বিমানবন্দরে দুই নেতার সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন