Uttar Pradesh Incident

উত্তরপ্রদেশে মূক-বধির মহিলাকে গণধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের ‘এনকাউন্টারে’ আহত অভিযুক্তেরা

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই মহিলা মামার বাড়ি থেকে বলরামপুর জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বাড়ি কয়েক মিটার দূর থেকে ওই মহিলাকে অপহরণ করেন দুই ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৫:০৭
Deaf-Mute woman gang raped case filed, an encounter follows within 24 hours in Uttar Pradesh

—প্রতীকী চিত্র।

বাড়ি ফেরার পথে এক মূক-বধির মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছ়ড়াল উত্তরপ্রদেশে। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের ‘এনকাউন্টারে’ আহত দুই অভিযুক্ত।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই মহিলা মামার বাড়ি থেকে বলরামপুর জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কয়েক মিটার দূর থেকে ওই মহিলাকে অপহরণ করেন দুই ব্যক্তি। তার তাঁকে জোর করে দূরে একটি নির্জন মাঠে তুলে নিয়ে যান তাঁরা। সেখানেই ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সাহায্য চেয়ে চিৎকার চেঁচামেচি করতে পারেননি।

সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও মহিলা বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন তাঁর পরিজনেরা। শুরু হয় খোঁজাখুঁজি-ফোনাফুনি। খুঁজতে খুঁজতে ওই মাঠে গিয়ে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই মূক-বধির মহিলাকে দেখতে পান বাড়ির লোকের। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

থানায় ঘটনার খবর জানান ভুক্তভোগী মহিলার ভাই। তাঁর অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। অঙ্কুর বর্মা এবং হর্ষিত পান্ডে নামে দুই অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, ‘‘সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই অভিযুক্তকে শনাক্ত করা হয়। তবে তাঁদের ধরতে গেলে পালানোর চেষ্টা করেন। গুলি চালান পুলিশের দিকে। পুলিশ পাল্টা গুলি চালালে, তা লাগে অভিযুক্তদের গায়ে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। জেরায় অপরাধ স্বীকার করেছেন অভিযুক্তেরা।’’ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন