Shirgaon Temple Stampede

গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় বহু ভক্তের জমায়েত, ভিড়ের চাপে পদপিষ্ট অনেকে, মৃত্যু অন্তত ছ’জনের!

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। অন্তত ছ’জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। শুক্রবার রাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৮:১২
গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্টের ঘটনা।

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্টের ঘটনা। ছবি: সংগৃহীত।

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। অন্তত ছ’জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতের সংখ্যা ৫০-এর বেশি।

Advertisement

উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা এএনআইকে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানিয়েছেন। ছ’জনের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে পুলিশও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি।

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। একে ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ও বলা হয়ে থাকে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হল, এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। তাঁদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যেও। স্থানীয়েরা এবং মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। পুলিশ তদন্ত শুরু করেছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। প্রশাসনের দিকেও আঙুল উঠছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তিনি।

গোয়ার ঘটনায় নজর রেখেছে প্রধানমন্ত্রীর দফতর। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। গোয়ার বিজেপি সভাপতি দামোদর নায়েক জানিয়েছেন, কেন্দ্র সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

Advertisement
আরও পড়ুন