Narendra Modi-Donald Trump

মোদীর প্রশংসায় ট্রাম্প

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। মোদীকে ‘খুবই ভাল বন্ধু’, ‘ভদ্রলোক ও বড়মাপের মানুষ’ আখ্যা দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদ
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৯:১১
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাণিজ্যের কথা বলে তিনিই ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন বলে ফের কৃতিত্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। মোদীকে ‘খুবই ভাল বন্ধু’, ‘ভদ্রলোক ও বড়মাপের মানুষ’ আখ্যা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তানকে আমি বলেছিলাম, নিজেদের মধ্যে লড়াই করলে আমরা বাণিজ্য সমঝোতা করব না। তারা বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। এ ভাবেই আমরা পরমাণু যুদ্ধ থামিয়েছি।’’ ভারত অবশ্য সংঘর্ষ থামাতে আমেরিকার মধ্যস্থতার কথা আগেই খারিজ করে দিয়েছে। তবে ট্রাম্পের দাবি নিয়ে কংগ্রেস আজ ফের মোদী সরকারকে আক্রমণ করেছে। কংগ্রেস নেতা পবন খেরার কটাক্ষ, নিজের একটু প্রশংসা শোনার আগ্রহে প্রধানমন্ত্রী মোদী ভারতের স্বার্থের দিকে নজর দেননি। তাঁকে প্রশংসা করার কারণে অতীতে চিনকেও ছাড় দিয়েছেন তিনি, আমেরিকার হুমকির কাছেও আত্মসমর্পণ করছেন।

আজ নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। ট্রাম্প পরে জানান, বৈঠক ইতিবাচক হয়েছে এবং যুদ্ধ থামানোর বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আরও পড়ুন