Manmohan Singh

মনমোহনের মৃত্যুর কারণে বেলগাভির অধিবেশন এবং ‘জয় সংবিধান জনসভা’ বাতিল, জানাল কংগ্রেস

১০০ বছর আগে, ১৯২৪ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে বেলগাভিতে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেই স্মৃতিতেই সেখানে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৮
(বাঁ দিক থেকে) সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মনমোহন সিংহ।

(বাঁ দিক থেকে) সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মনমোহন সিংহ। —ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর কারণে বেলগাভি অধিবেশন বাতিল করল কংগ্রেস। বৃহস্পতি ও শুক্রবার কর্নাটকের ওই শহরে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে দলীয় নেতারা পৌঁছতেও শুরু করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার মনমোহনের মৃত্যুর খবর পেয়েই দিল্লির এমস হাসপাতালে হাজির হন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীরা।

Advertisement

বেলগাভি অধিবেশন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বৃহস্পতিবার রাতে বলেন, ‘‘প্রয়াত মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’’ প্রসঙ্গত, ১০০ বছর আগে, ১৯২৪ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে বেলগাভিতে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেটিই ছিল গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন। লোকসভা ভোটে হার এবং তার পরে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে কংগ্রেস শাসিত কর্নাটকের সেই বেলগাভিকেই বেছে নিয়েছিলেন খড়্গে, রাহুলেরা।

এর আগে ২০২২ সালের মে মাসে রাজনৈতিক রণকৌশল এবং লোকসভা ভোটে সমঝোতার দিশা খুঁজতে রাজস্থানের উদয়পুরে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে চিন্তন শিবির হয়েছিল। কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, বিজেপির মেরুকরণের রাজনীতির মোকাবিলার রাস্তা খুঁজতে বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রায় ২০০ জন নেতা যোগ দেবেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছিল ‘নব সত্যাগ্রহ বৈঠক’। সংবিধানের প্রণেতা বিআর অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘অবমাননাকর মন্তব্য’ তুলে ধরতে বৈঠকের দ্বিতীয় দিনে, শুক্রবার ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ জনসভার আয়োজনও হয়েছিল। বাতিল হয়েছে সেটিও।

Advertisement
আরও পড়ুন