Maharashtra Municipal Election 2026

ভোটের আগে টাকা বিলির অভিযোগ

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীরা টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে আগেই অভিযোগ করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩

— প্রতীকী চিত্র।

রাত পোহালেই মহারাষ্ট্রে পুরভোট। মোট ২৯টি পুরসভায় হতে চলা এই নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীরা টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে আগেই অভিযোগ করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। এ বার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক প্রার্থী যে লিফলেট বিলি করেছেন সেগুলির প্রতিটির মধ্যে একটি করে সাদা খামে ভরা বেশ কয়েকটি ৫০০ টাকার নোট। যাঁরা লিফলেটগুলি খুলে দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই মহিলা। তবে কোন পুর এলাকায় এই ঘটনা ঘটেছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট বোঝা যায়নি। মরাঠি ভাষায় এক সাংবাদিককে বলতে শোনা গিয়েছে, যে প্রার্থী টাকাগুলি পাঠিয়েছেন তাঁর নির্বাচনী প্রতীক পদ্ম। অর্থাৎ তাঁর নাম না বোঝা গেলেও তিনি যে বিজেপিরই প্রার্থী তা ওই ভিডিয়োয় স্পষ্ট।

এর মধ্যেই আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার গত কাল তাঁর দল এনসিপি-র রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ডিজ়াইন বক্স-এর পুণের দফতরে তল্লাশি চালিয়েছিলেন পুণের অপরাধ দমন শাখার অফিসারেরা। সম্প্রতি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশির সঙ্গে সেই ঘটনার মিল খুঁজে পেয়েছিলেন বিরোধীরা। তবে আজ অজিত সংবাদমাধ্যমে দাবি করেছেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। রুটিন কিছু তথ্য জানতেই কাল পুণের অফিসে তল্লাশি চালিয়েছিল অপরাধ দমন শাখা।

আরও পড়ুন