Jammu and Kashmir Flash Flood

মেঘভাঙা বৃষ্টি, ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, রামবানে হড়পা বানে মৃত ৩, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে। ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছোয়। আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:১৬
হড়পা বানে বিপর্যস্ত রামবান। ছবি: পিটিআই।

হড়পা বানে বিপর্যস্ত রামবান। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের রামবানে আচমকা হড়পা বান নামে রবিবার। রামবানের ধর্মকুন্ড গ্রামে সকালে হড়পা বানে মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ এক জন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

Advertisement

গত দু’দিন ধরে জম্মু-কাশ্মীরের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত বহু এলাকায়। বৃষ্টির পাশাপাশি বহু জায়গায় ধস নেমেছে। ধসপ্রবণ এলাকাগুলি থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। চন্দ্রভাগা নদীর জলস্তর ভয়ঙ্কর ভাবে বে়ড়েছে। ফলে নিচু এলাকাগুলি বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে। ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছোয়। আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নেন। তবে জলের তোড়ে বহু বাড়ি ভেসে যায়। বহু গ্রামবাসী আটকে পড়েন। প্রশাসন সূত্রে খবর, ৯০-১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই দুর্যোগের জেরে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তবে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। রামবান শহরে শিলাবৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। বহু জায়গায় ধস নেমেছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। হড়পা বানে রামবানে তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement
আরও পড়ুন