Army Operation in Kishtwar

আস্তানা ছাড়লেও জঙ্গলেই লুকিয়ে জইশ জঙ্গিরা! কিশ্তওয়ারে ফের শুরু গুলির লড়াই, সেনা অভিযান পড়ল পঞ্চম দিনে

গত রবিবার ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর জঙ্গিদের খোঁজে অভিযানে নামে। প্রথম দিনেই জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া বোমায় নিহত হন এক প্যারাট্রুপার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৩:২৬
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযান।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযান। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের সঙ্গে ফের গুলির লড়াই শুরু হল ভারতীয় সেনার। গত রবিরার থেকে জঙ্গিদের খোঁজে অভিযান চলছে কিশ্তওয়ারের সিংপোরা এলাকায় পাহাড়ি জঙ্গলে। জঙ্গলের মধ্যে দুই-তিন জন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের খোঁজে এই নিয়ে টানা পাঁচ দিন ধরে অভিযান চলছে কিশ্তওয়ারে।

Advertisement

গত রবিবার ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর জঙ্গিদের খোঁজে অভিযানে নামে। প্রথম দিনেই জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়ে জঙ্গিরা। বোমার স্‌প্লিন্টারের আঘাতে নিহত হন এক প্যারাট্রুপার। জখম হন আরও সাত জওয়ান। তবে গত রবিবারের ঘটনার পর থেকে গত কয়েক দিনে জঙ্গিদের সঙ্গে নতুন করে সংঘর্ষের কোনও খবর মেলেনি। তবে বৃহস্পতিবার সকালে ফের শুরু হয় গুলির লড়াই।

কিশ্তওয়ারের যে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে, সেই অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা। ওই এলাকায় পাহাড়ের ঢালও যথেষ্ট খাড়া। রাতের অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়া এবং অন্য প্রতিকূল পরিস্থিতির কারণে রবিবার বেশি রাতের দিকে অভিযান স্থগিত রাখা হয়। সোমবার সকালে ফের অভিযান শুরু হলেও জঙ্গিদের সন্ধান মেলেনি। তবে তাদের গোপন ডেরার হদিস পান সেনার জওয়ানেরা।

সেই গোপন বাঙ্কার থেকে ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সব্জি, চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম, শুকনো কাঠ উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর, যে পরিমাণ জিনিস উদ্ধার হয়েছে, তা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই ওই ডেরায় লুকিয়ে ছিল জঙ্গিরা। শুধু তা-ই নয়, ডেরা থেকে উদ্ধার হওয়া রসদ এটাও ইঙ্গিত দিচ্ছে যে, কয়েক মাসের খাবার মজুত করা হয়েছিল ওই বাঙ্কারে। তবে স্থানীয়দের কারও সহযোগিতা ছাড়া এই জায়গায় বাঙ্কার বানানো এবং খাবার মজুত করা সম্ভব ছিল না বলেই মনে করা হচ্ছে। পিটিআই সূত্রে খবর, সোমবার ওই বাঙ্কারের হদিস পাওয়ার পরে বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু হয়।

Advertisement
আরও পড়ুন