X Grok Controversy

৩৫০০ পোস্ট ব্লক করেছে এক্স! অন্তত ৬০০ অ্যাকাউন্ট বাতিল, কেন্দ্রের আপত্তির পর পদক্ষেপ মাস্কের সংস্থার, দাবি রিপোর্টে

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে পরিষেবা প্রচলিত রয়েছে, তার নাম গ্রোক। অভিযোগ, এই চ্যাটবট ব্যবহার করে অনুমতি ছাড়াই মহিলাদের নগ্ন ছবি তৈরি করা হচ্ছে। তাতে আপত্তি জানায় কেন্দ্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১০:৫০
ভারতের আপত্তির পর ইলন মাস্কের সংস্থা এক্স একাধিক পোস্ট ব্লক করে দিয়েছে।

ভারতের আপত্তির পর ইলন মাস্কের সংস্থা এক্স একাধিক পোস্ট ব্লক করে দিয়েছে। —ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘গ্রোক’ বিতর্কে পদক্ষেপ করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা এক্স। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক গ্রোক নিয়ে আপত্তি জানিয়েছিল। তার ভিত্তিতে অন্তত ৩৫০০ পোস্ট ব্লক করা হয়েছে বলে খবর। বাতিল করে দেওয়া হয়েছে এক্সের অন্তত ৬০০টি অ্যাকাউন্ট। সরকারি সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। যদিও মাস্কের সংস্থা আনুষ্ঠানিক ভাবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

Advertisement

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে পরিষেবা (চ্যাটবট) প্রচলিত রয়েছে, তার নাম গ্রোক। অভিযোগ, এই গ্রোক ব্যবহার করে অনুমতি ছাড়াই মহিলাদের নগ্ন ছবি তৈরি করা হচ্ছে। অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। এই অভিযোগের ভিত্তিতে এক্সকে সতর্ক করেছিল কেন্দ্র। নয়াদিল্লির তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানতে চেয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অশ্লীল ও যৌন উস্কানিমূলক বিষয়বস্তুগুলি প্রতিরোধে কী কী পদক্ষেপ করেছে এক্স। পদক্ষেপের তালিকা প্রকাশের জন্য ৭ জানুয়ারি পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। অন্যথায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্র।

এর পরেই মাস্কের সংস্থা বিবৃতি দিয়ে জানায়, তাদের প্ল্যাটফর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ বাজার ভারত। এই দেশের আইনকে তারা সম্মান করে। বিতর্কিত বিষয়বস্তু সরানোর ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছিল এক্স। তবে এই বিবৃতিতে কেন্দ্র সন্তুষ্ট হয়নি। ভবিষ্যতে এই ধরনের বিতর্ক ঠেকাতে সুনির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। রবিবার কেন্দ্রীয় সূত্রে দাবি করা হল, এক্স তাদের ভুল স্বীকার করে নিয়েছে এবং ভাতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে বলে জানিয়েছে। আগামী দিনে কোনও অশ্লীল বিষয়বস্তু এক্সে রাখা যাবে না।

গ্রোক বিতর্কে অবশ্য প্রথমে দোষ স্বীকার করেনি এক্স। মাস্কের সংস্থার দাবি ছিল, মহিলারা স্বেচ্ছায় ‘সাহসী’ ছবি তৈরির ‘কমান্ড’ দিয়েছেন। তার পরেই গ্রোক ওই সমস্ত ছবি তৈরি করেছে। বিতর্কের মাঝে সংস্থার কর্ণধার মাস্ক নিজেও বিকিনি পরিহিত একটি ছবি এক্সে পোস্ট করেছিলেন। তবে এ বার ভারতের আপত্তির ভিত্তিতে বহু অ্যাকাউন্ট এবং পোস্ট মুছে দেওয়ার পদক্ষেপ প্রকাশ্যে এল।

Advertisement
আরও পড়ুন