Bhubaneshwar Fire

ভুবনেশ্বরে রুফটপ পানশালায় আগুন! স্মৃতি উস্কে দিল গোয়ার নৈশক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডের

দমকল জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮
দাউ দাউ করে জ্বলছে সেই পানশালা। ছবি: সংগৃহীত।

দাউ দাউ করে জ্বলছে সেই পানশালা। ছবি: সংগৃহীত।

ওড়িশার ভুবনেশ্বরে এক রুফটপ পানশালায় ভয়াবহ আগুন লাগল। এই ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে পানশালাটি। শুক্রবার সকাল সওয়া ৮টা নাগাদ প্রথমে ধোঁয়া বার হতে দেখেন স্থানীয়েরা। তাঁরা হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই পানশালা পুরো আগুনের গ্রাসে চলে যায় পানশালাটি।

Advertisement

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় হোটেলের আবাসিক, কর্মীদের মধ্যে। তড়িঘড়ি হোটেল খালি করার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন আসে। কিন্তু আগুন বাড়তে থাকায় পরে আরও কয়েকটি ইঞ্জিন আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকল আধিকারিক রমেশ মাঝি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বহুতল হোটেল এবং পাশের বহুতলগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হয়।

দমকল জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, হোটেল এবং পানশালাটি অবৈধ ভাবে চালানো হচ্ছে। কোনও লাইসেন্স নেই। স্থানীয়দের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তবে সকালের দিকে হওয়ায় এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি বা কেউ আহত হননি। সন্ধ্যা থেকে রাতে এই পানশালায় ভিড় থাকে যথেষ্ট। সেই সময় আগুন লাগলে বড় বিপদ হতে পারত বলে মনে করছেন পুলিশ আধিকারিকেরা। প্রসঙ্গত, গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এখন শোরগোল চলছে। সেই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর হোটেল এবং নৈশক্লাবগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যেই ওড়িশার এই রুফটপ পানশালায় অগ্নিকাণ্ড গোয়ার স্মৃতি উস্কে দিল।

Advertisement
আরও পড়ুন