Student Death in Canada

কানাডায় আরও এক ভারতীয় পড়ুয়ার ‘রহস্যমৃত্যু’! ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছিলেন দিল্লির তরুণী

জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম তানিয়া ত্যাগী। তিনি ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে খাদ্য সুরক্ষা এবং গুণমান সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১২:৪৮
মৃত পড়ুয়া তানিয়া ত্যাগী। ছবি: সংগৃহীত।

মৃত পড়ুয়া তানিয়া ত্যাগী। ছবি: সংগৃহীত।

কানাডায় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ফলে ওই পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে।

Advertisement

জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম তানিয়া ত্যাগী। তিনি ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে খাদ্য সুরক্ষা এবং গুণমান সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর করছিলেন। তিনি উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা। ভ্যাঙ্কুভারে ভারতের কনসুলেট জেনারেল বৃহস্পতিবার ওই পড়ুয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক্স হ্যান্ডলে তানিয়ার মৃত্যুর বার্তা জানিয়ে শোকপ্রকাশও করেছেন তিনি।

দিল্লিতে তানিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে কনসুলেট জানিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, তানিয়ার দেহ যাতে তাঁর পরিবারের হাতে দ্রুত তুলে দেওয়া যায়, তার ব্যবস্থাও করা হচ্ছে।

এই প্রথম নয়, এর আগেও বিদেশে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা ঘটেছে। কানাডাতে একাধিক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে এর আগে। গত বছরের ডিসেম্বরে কানাডায় গুরাশিস সিংহ নামে এক পড়ুয়াকে খুন করার অভিযোগ ওঠে। ল্যাম্বটন কলেজে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন পঞ্জাবের ওই তরুণ। এ বছরের এপ্রিলে গুলিবিদ্ধ হয়ে আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয় কানাডায়। মৃত ওই ছাত্রীর নাম হরসিমরত রান্ধওয়া। বছর একুশের ওই তরুণী অন্টারিওর হ্যামিলটনে মোহক কলেজে পড়তেন। কলেজ শেষে বাস ধরার জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিলেন হরসিমরত। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

Advertisement
আরও পড়ুন