Indian Resident Harrased

অরুণাচল চিনের অংশ! দাবি করে সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থার অভিযোগ

চিনের সাংহাই বিমানবন্দরে ব্রিটেনে বসবাসকারী এক ভারতীয় তরুণীকে হেনস্থা করার অভিযোগ। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেবল অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করার জন্য তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৩:৩৪
সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থার অভিযোগ।

সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থার অভিযোগ। ছবি: সংগৃহীত।

চিনের সাংহাই বিমানবন্দরে ব্রিটেনে বসবাসকারী এক ভারতীয় তরুণীকে হেনস্থা করার অভিযোগ। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেবল অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করার জন্য তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেছেন পেমা ওয়াংজম থংডক নামের ওই তরুণী। তাঁর আরও অভিযোগ, সাংহাই বিমানবন্দরে চিনের অভিবাসন দফতরের আধিকারিকেরা তাঁকে বলেন, “অরুণাচল প্রদেশ চিনের অংশ।”

Advertisement

গত শুক্রবার লন্ডন থেকে সাংহাই হয়ে জাপান যাচ্ছিলেন ওই তরুণী। লন্ডন থেকে সাংহাই পৌঁছে সেখান থেকে অন্য বিমান ধরে জাপানে পৌঁছোনোর কথা ছিল তাঁর। কিন্তু শাংহাই বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। ‘ইন্ডিয়া টুডে’-কে তিনি বলেন, “অভিবাসন দফতরের আধিকারিকদের কাছে আমার পাসপোর্ট জমা দেওয়ার পরে আমায় দীর্ঘ ক্ষণ ধরে বসিয়ে রাখা হয়। হঠাৎ এক আধিকারিক এসে ভারত-ভারত বলে আমার নাম ধরে চিৎকার করতে থাকেন। বাকি যাত্রীদের থেকে আমায় আলাদা করে দেওয়া হয়। তার পর আমায় বলা হয়, অরুণাচল চিনের অংশ। আপনার পাসপোর্ট অবৈধ।”

ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পেমা নামের ওই তরুণী। তাঁর মতে এই ঘটনা ভারতের সার্বভৌমত্ব এবং অরুণাচলের নাগরিকদের উপর আঘাত। বিষয়টি নিয়ে নয়াদিল্লিকে বেজিঙের সঙ্গে কথা বলার অনুরোধও করেছেন তিনি। পেমা জানিয়েছেন, তাঁকে চিনা পাসপোর্টের জন্য আবেদন করতে বলা হচ্ছিল। তাঁকে অন্য বিমান ধরে জাপানে যেতে বলা হয়। শেষমেশ সাংহাইয়ের ভারতীয় উপদূতাবাসের সাহায্যে তিনি কোনও রকমে শাংহাং ছাড়েন বলে জানিয়েছেন পেমা।

Advertisement
আরও পড়ুন