India-Pakistan

ধূসর তালিকা নিয়ে আতঙ্ক, পাক-তদ্বির

সম্প্রতি ইউএস ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)–এর প্রকাশিত তথ্যে জানা যায়, পহেলগাম হামলার দু’দিন বাদে আমেরিকার সংস্থা ‘জ্যাভেলিন অ্যাডভাইসার্স এলএলসি’-র সঙ্গে চুক্তিবদ্ধ হয় পাকিস্তান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:৩১

—প্রতীকী চিত্র।

কয়েক বছর জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া ও জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছিল নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তিন বছর আগে তাদের ধূসর তালিকা থেকে সরে পাকিস্তান। কূটনৈতিক সূত্রের খবর, পহেলগাম হামলার পর থেকেই ফের এফএটিএফ-এর ধূসর তালিকায় ফেরত যাওয়ার আশঙ্কায় ভুগছে ইসলামাবাদ। নয়াদিল্লি এ ব্যাপারে যাবতীয় তথ্য ও নথি দিয়ে যাচ্ছে এই আন্তর্জাতিক সংস্থাকে। তা আটকাতে আমেরিকার লবি সংস্থাকে দিয়ে ওয়াশিংটনের কাছে দরবার করছে পাকিস্তান।

সম্প্রতি ইউএস ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)–এর প্রকাশিত তথ্যে জানা যায়, পহেলগাম হামলার দু’দিন বাদে আমেরিকার সংস্থা ‘জ্যাভেলিন অ্যাডভাইসার্স এলএলসি’-র সঙ্গে চুক্তিবদ্ধ হয় পাকিস্তান। তাদের কাজ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তানের স্বার্থ আমেরিকার কংগ্রেস, সাধারণ মানুষ এবং প্রশাসনের কাছে তুলে ধরা। তার মধ্যে জম্মু-কাশ্মীর ও ভারত-পাকিস্তান সম্পর্কের দিকও ছিল। দেখা যাচ্ছে, অক্টোবরে এই সংস্থা পাকিস্তানকে এফএটিএফ-এর ধূসর তালিকার বাইরে রাখতে লবি শুরু করে। ধূসর তালিকায় থাকার অর্থ, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্বব্যাঙ্ক, এডিবি-র মতো প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য বন্ধ বা কমে যাওয়া। তা সামলানো রুগ্ন অর্থনীতির পাকিস্তানের পক্ষে অত্যন্ত কঠিন। তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তারা।

আরও পড়ুন