Bihar Assembly Election 2025

বিহারে দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশ করল জন সুরাজ পার্টি, কিন্তু নেই প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের নাম

জন সুরাজ পার্টি সোমবার বিহারের বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফায় ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল। কিন্তু প্রথম তালিকায় মতোই সেখানে অনুপস্থিত দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের (পিকে) নাম!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:২৬
Jan Suraaj Party of Prashant Kishor releases second list of 66 candidates for Bihar polls

প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

বিহারের ভোটে দ্বিতীয় দফায় ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে নামেই যিনি পরিচিত) দল জন সুরাজ পার্টি। কিন্তু প্রথম তালিকার মতোই সেখানে অনুপস্থিত দলের প্রতিষ্ঠাতা পিকের নাম!

Advertisement

বিহারের বিধানসভা ভোটে ২৪৩ আসনের সবক’টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পিকে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রথম দফায় ৫১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলে সর্বভারতীয় সভাপতি উদয় সিংহ। কিন্তু পিকে ভোটে লড়বেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি।

গত শনিবার আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের কেন্দ্র, বৈশালী জেলার রাঘোপুর থেকে আনুষ্ঠানিক ভাবে বিহারের বিধানসভা ভোটের প্রচার শুরু করেন পিকে, জল্পনা ছিল, ওই সভা থেকেই রাঘোপুরে জন সুরাজ পার্টির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করবেন তিনি। কিন্তু তা হয়নি। এ বার দ্বিতীয় প্রার্থিতালিকাতেও ‘ঠাঁই পেলেন না’ তিনি।

Advertisement
আরও পড়ুন