Kerala Girl Died

জলাতঙ্কের টিকা নেওয়ার পরেও মৃত্যু কেরলের কিশোরীর! এক মাসে তিন জনের মৃত্যুতে আতঙ্ক বাড়ছে

নিয়া ফয়জ়ল নামে বছর সাতেকের এক কিশোরীর মৃত্যু হয়েছে সোমবার। সে কোল্লম জেলার পাঠানপুরমের বাসিন্দা। গত ৮ এপ্রিল বাড়ির বাইরে খেলছিল নিয়া। সেই সময় একটি পথকুকুর আক্রমণ করে তাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৫:০১
মৃত সেই কিশোরী। ছবি: সংগৃহীত।

মৃত সেই কিশোরী। ছবি: সংগৃহীত।

জলাতঙ্কের প্রতিষেধক নেওয়ার পরেও মৃত্যু হল এক কিশোরীর। আর সেই মৃত্যু ঘিরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কেরলে। একই সঙ্গে বাড়ছে উদ্বেগও।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নিয়া ফয়জ়ল নামে বছর সাতেকের এক কিশোরীর মৃত্যু হয়েছে সোমবার। সে কোলাম জেলার পাঠানপুরমের বাসিন্দা। গত ৮ এপ্রিল বাড়ির বাইরে খেলছিল নিয়া। সেই সময় একটি পথকুকুর আক্রমণ করে তাকে। তার পরই নিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে নিয়াকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হচ্ছিল।

কিন্তু অভিযোগ, তার পরেও নিয়া জ্বরে আক্রান্ত হয়। জ্বরের কারণ জানতে পরীক্ষা করা হয়। তখনই জানা যায় যে, নিয়া জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। তার পরিবার তিরুঅনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকীলান মৃত্যু হয় তার। চিকিৎসকেরা জানিয়েছেন, কুকুরের কামড়ে নিয়ার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে ভাইরাস স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল। দ্রুত সংক্রমণ এবং ভাইরাস ছড়িয়ে পড়ায় মৃত্যু হয় কিশোরীর। এক মাসের মধ্যে তিন জনের জলাতঙ্কে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে রাজ্যে।

Advertisement
আরও পড়ুন