Delhi Crime

সুটকেসের ভিতরে নাবালিকার নগ্ন দেহ! ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করলেন বাবা, দিল্লিতে চাঞ্চল্য

যৌন নির্যাতনের সম্ভাবনাও রয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না-পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাচ্ছে না পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১১:৪৭
Man finds body of his daughter, stuffed inside suitcase in locked Delhi flat

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সুটেকেসে ভরা নাবালিকার নিথর, নগ্ন দেহ! বন্ধ ফ্ল্যাট থেকে কন্যার দেহ উদ্ধার করলেন তাঁর বাবা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ন’বছরের ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যায়। বাড়িতে জানিয়ে যায়, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবে। কিন্তু দু’ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি না-ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যেরা। খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা। ওই আত্মীয়ের বাড়ি খবর নেন, এলাকার চেনাপরিচিত সকলের সঙ্গে কথা বলেন, কিন্তু মেয়ের কোনও খোঁজ মেলেনি। সেই সময়ই এক পরিচত ব্যক্তি তাঁকে জানান, নাবালিকাকে কাছেই একটি ফ্ল্যাটের দিকে যেতে দেখেছেন।

খবর শোনামাত্রই ওই ফ্ল্যাটে মেয়ের খোঁজে যান তার বাবা। সেখানে গিয়ে দেখেন দ্বিতলের একটি ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ। তখন সেই ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তি দেখেন, মেঝেতে রাখা একটি খোলা সুটকেস। আর তার ভিতরে নগ্ন এবং নিশ্চল অবস্থায় পড়ে রয়েছে তাঁর ন’বছরের কন্যা!

তড়িঘড়ি ওই অবস্থা থেকে নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, শনিবার রাত ৮টা ৪১ মিনিট নাগাদ দয়ালপুর থানায় পিসিআর কলে ঘটনার কথা জানানো হয়। খবর পেয়েই নেহরু বিহারের দু’নম্বর গলিতে একটি দল পাঠানো হয়। চিকিৎসকেরা নাবালিকার মুখে আঘাতের চিহ্ন পেয়েছেন। যৌন নির্যাতনের সম্ভাবনাও রয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না-পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন