Transgenders

মধ্যপ্রদেশে একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর! ঘটনায় চাঞ্চল্য

ঘটনাটি ঘটে বুধবার রাতে। ইনদওরের ২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে নেন বলে দাবি। তাঁদের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:২০
মধ্যপ্রদেশে একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ জন রূপান্তরকামী।

মধ্যপ্রদেশে একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ জন রূপান্তরকামী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর! বুধবার রাতে মধ্যপ্রদেশের ইনদওরে ঘটনাটি ঘটেছে। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটে বুধবার রাতে। ইনদওরের ২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে নেন বলে দাবি। তাঁদের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সুপার বসন্তকুমার নিঙ্গওয়াল পিটিআই-কে বলেন, ‘‘রাতে রূপান্তরকামী সম্প্রদায়ের ২৫ জনকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে দাবি। তবে এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।’’ সুপার জানিয়েছেন, রোগীদের সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল।

তবে এত জন রূপান্তরকামী কেন হঠাৎ একসঙ্গে ফিনাইল খেলেন, তা এখনও জানা যায়নি। ঘটনা সম্পর্কে পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দন্ডোটিয়া বলেন, ‘‘তদন্ত চলছে। তদন্তের পরেই স্পষ্ট হবে কেন এমন ঘটল। ওঁরা কী পদার্থ খেয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’ আর এক পুলিশকর্তার কথায়, রূপান্তরকামী সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন