India Bangladesh Relation

মোদীকে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা’র বার্তা দিলেন ইউনূস! ভারতের চিঠির জবাবে কী লিখল বাংলাদেশ

ইউনূস তথা বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়ে গত ৪ জুন চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ৬ তারিখ তার জবাব দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৮:০৬
(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (ডান দিকে)।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠির জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দিলেন ‘পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা’র বার্তাও। মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইউনূস তাঁর সমাজমাধ্যমের পাতায় নিজের সেই চিঠির ছবি পোস্ট করেছেন। মোদী তাঁকে যে চিঠি পাঠিয়েছিলেন, তা-ও প্রকাশ্যে এনেছেন।

Advertisement

ইউনূস তথা বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়ে গত ৪ জুন চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তাতে বলেছিলেন, ‘‘ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অঙ্গ এই উৎসব। এ দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিক এই উৎসব পালন করেন। এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায়। আমাদের মধ্যে জাগিয়ে তোলে সহানুভূতি এবং সৌভ্রাতৃত্বের বোধ, শান্তির পৃথিবী গড়ে তোলার জন্য যা প্রয়োজন। আপনার সুস্বাস্থ্যের কামনা করছি।’’

মোদীর এই চিঠির জবাব ইউনূস দিয়েছেন ৬ জুন। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘ইদ উপলক্ষে আপনার সুচিন্তিত বার্তা আমাদের দু’দেশের পারস্পরিক মূল্যবোধেরই প্রতিফলন। আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ইদের শুভেচ্ছা জানাতে চাই।’’ ইউনূস আরও লেখেন, ‘‘ইদ বিভিন্ন সম্প্রদায়কে কাছে আনে উৎসব, আত্মত্যাগ এবং সংহতির চেতনায়। এই উৎসব সারা বিশ্বের মানুষের বৃহত্তর সুবিধার্থে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে। আমি নিশ্চিত আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।’’ মোদীর সুস্বাস্থ্য এবং ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি কামনা করে চিঠি শেষ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। ভারতে চলে এসেছিলেন তিনি। তার পর ৮ অগস্ট বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এখনও সেই সরকারই ক্ষমতাসীন। ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইউনূস। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। যা নিয়ে একাধিক বার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে ইদ উপলক্ষে মোদীর চিঠির জবাবে ইউনূসের পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতার বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন