Election Commission

বিহারে অভিযোগ নেই দলের খাতায়

এসআইআর-এর প্রথম পর্বের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে পাঁচ দিন পেরোলেও কোনও দলের তরফেই আনুষ্ঠানিক ভাবে কোনও অভিযোগ এখনও নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ০৫:৩২
তালিকায় আপত্তি বা সংশোধনের জন্য ব্যক্তিগত ভাবে আবেদন করেছেন ৩৬৫৯ জন।

তালিকায় আপত্তি বা সংশোধনের জন্য ব্যক্তিগত ভাবে আবেদন করেছেন ৩৬৫৯ জন। —প্রতীকী চিত্র।

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধী একাধিক দল এবং সংগঠন নানা অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্টে। কিন্তু সে রাজ্যে এসআইআর-এর প্রথম পর্বের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে পাঁচ দিন পেরোলেও কোনও দলের তরফেই আনুষ্ঠানিক ভাবে কোনও অভিযোগ এখনও নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি। খসড়া তালিকার উপরে কোনও আপত্তি বা আবেদন জানানোর থাকলে ১২টি স্বীকৃত রাজনৈতিক দলের এক লক্ষ ৬০ হাজার ৮১৩ জন বুথ লেভল এজেন্ট (বিএলএ) নির্দিষ্ট ফর্‌মে তা জানাতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। অভিযোগের শুনানি না-করে এবং নির্দিষ্ট কারণ না-দেখিয়ে কোনও নাম বাদ দেওয়া যাবে না বলে জানিয়েছে কমিশন। তবে বুধবার কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী এখনও কোনও দলের তরফে কোনও অভিযোগ নথিভুক্ত হয়নি। তালিকায় আপত্তি বা সংশোধনের জন্য ব্যক্তিগত ভাবে আবেদন করেছেন ৩৬৫৯ জন। তার পাশাপাশি বিহারে প্রতি দিনই বাড়ছে নতুন নাম তোলার আবেদন। এখনও পর্যন্ত নতুন ভোটারের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৬।

আরও পড়ুন