Jammu And Kashmir Police

পহেলগাঁও-সহ কাশ্মীরের বেশ কয়েকটি থানার ওসি বদল, পর্যটকদের উপর হামলার জের!

পহেলগাঁও থানার ওসি ছিলেন রেয়াজ় আহমেদ। তাঁকে অনন্তনাগ থানায় বদলি করা হয়েছে। আর পহেলগাঁও থানার ওসি হয়েছেন পির গুলজ়ার আহমেদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২৩:১২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও থানার ওসিকে বদলি করা হল। গত ২৪ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার পরেই পহেলগাঁও-সহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানার ওসি বদল হল।

Advertisement

পহেলগাঁও থানার ওসি ছিলেন রেয়াজ় আহমেদ। তাঁকে অনন্তনাগ থানায় বদলি করা হয়েছে। আর পহেলগাঁও থানার ওসি হয়েছেন পির গুলজ়ার আহমেদ। অনন্তনাগ পুলিশ সুপারের নির্দেশিকা বলছে, আইশমুকাম, কোকেরনাগ, শ্রীগুফওয়ারা থানার ওসিও বদল করা হয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। বেশির ভাগই পর্যটক। তার পরে ১২ দিন কেটে গেলেও হামলাকারীদের খোঁজ মেলেনি। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জানিয়েছে, তাদের মধ্যে এক জন স্থানীয় ‘গাইড’। বাকি দু’জন পাকিস্তান থেকে এসেছেন। গত কয়েক দিন ধরে টানা চিরুনি তল্লাশির পরেও ওই তিন জনের কোনও খোঁজ এখনও মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবু আসল অপরাধীর নাগাল মেলেনি। প্রশ্ন উঠছে, হামলা চালানোর পরে কোথায় গেল অভিযুক্তেরা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে। এই আবহে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানায় শীর্ষ আধিকারিক পদে রদবদল হল।

Advertisement
আরও পড়ুন