India Pakistan Tension

ভারত যেন কোনও ভুল ধারণার মধ্যে না থাকে! পদোন্নতির পরে প্রথম বক্তৃতায় দিল্লিকে হুঁশিয়ারি পাক সেনা সর্বাধিনায়ক মুনিরের

পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের সম্প্রতি পদোন্নতি হয়েছে। পাক স্থলবাহিনীর প্রধান থেকে সেনা সর্বাধিনায়ক হয়েছেন তিনি। মুনিরের জন্যই বিশেষ করে এই পদটি তৈরি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮
পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির।

পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির। — ফাইল চিত্র।

পদোন্নতির পরে প্রথম বক্তৃতাতেই ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রধান বা সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স ফোর্সেস) আসিম মুনির। তাঁর দাবি, ফের কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে রাওয়ালপিন্ডি আরও দ্রুত এবং কড়া জবাব দেবে। এ বিষয়ে ভারত যাতে কোনও ভুল ধারণার মধ্যে না থাকে, সে বিষয়েও সাবধান করে দিয়েছেন তিনি।

Advertisement

পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান থেকে মুনিরের সম্প্রতি পদোন্নতি হয়েছে। গত মাসেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার তাঁকে সেনা সর্বাধিনায়ক (তিন বাহিনীর প্রধান) পদে উন্নীত করেছে। মুনিরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশ্যেই এই পদটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, পাক সংবিধানে সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধানের মাথার উপর কোনও পদের অস্তিত্ব এত দিন ছিল না। ফিল্ড মার্শাল মুনিরের জন্য পাক পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে বিশেষ ভাবে পদটি তৈরি করা হয়েছে।

পাক সেনা সর্বাধিনায়ক হিসাবে সোমবার প্রথম বক্তৃতা করেন তিনি। পাক সেনার তিন শাখার উদ্দেশে বার্তা দেওয়ার সময়ে নয়াদিল্লিকে নিশানা করেন মুনির। ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ওদের কোনও ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না। কারণ, এ বার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও কড়া।” বস্তুত, পহেলগাঁও হামলার জবাবে ভারতের সিঁদুর অভিযানের সময়ে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে।

সম্প্রতি ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উভয়েই জানিয়ে দিয়েছে, তারা ‘সিঁদুর অভিযান ২.০’-এর জন্য প্রস্তুত। অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে অতীতে একাধিকবার হুঙ্কার দিয়েছে ভারত। কয়েক সপ্তাহ আগে অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্বের কথা শোনা যায় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর গলায়। তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদুর-১ থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে। সেই অভিজ্ঞতা অপারেশন সিঁদুর ২.০-এ ব্যবহার করবে সেনা।’’

ভারতের পশ্চিমাঞ্চলীয় সেনার লেফ্‌টেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ারও স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকবে ভারতও। প্রথম বারের চেয়ে সব দিক থেকেই আরও বিধ্বংসী হবে ‘অপারেশন সিঁদুর ২.০’! সম্প্রতি বিএসএফ-ও জানিয়ে দিয়েছে, সরকার যদি নির্দেশ দেয় প্রয়োজনে সিঁদুর ২ অভিযানের জন্যও প্রস্তুত রয়েছে বাহিনী। এ অবস্থায় পাকিস্তানি সেনার তিন শাখার উদ্দেশে বক্তৃতায় মুনিরের ভারত প্রসঙ্গে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুধু ভারতের উদ্দেশেই নয়, আফগানিস্তানের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুনির। দুষ্কৃতী (বিদ্রোহী) গোষ্ঠী এবং পাকিস্তানের মধ্যে কোনও একটিকে কাবুলের বেছে নেওয়া দরকার বলে জানিয়েছেন পাক সেনা সর্বাধিনায়ক। তাঁর দাবি, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কিন্তু কাউকে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত করতে দেওয়া হবে না।

Advertisement
আরও পড়ুন