India-Pakistan

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের, মেয়াদ বাড়ল কতদিন

গত বছর পহেলগাঁও নিয়ে উত্তেজনার পরিস্থিতিতে দুই দেশই পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। পাকিস্তানের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের জন্য সেই নিষেধাজ্ঞা বহাল ছিল আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০২:৪৬

—প্রতীকী চিত্র।

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা আগেই বন্ধ করেছিল পাকিস্তান। এ বার ইসলামাবাদের সিদ্ধান্তে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ল।

Advertisement

গত বছর পহেলগাঁও নিয়ে উত্তেজনার পরিস্থিতিতে দুই দেশই পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। পাকিস্তানের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের জন্য সেই নিষেধাজ্ঞা বহাল ছিল আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সেই সময়সীমা বাড়ল আরও ১ মাস। পাকিস্তানের তরফে সে দেশের বিমানকর্মীদের জন্য ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।

প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের যুদ্ধবিমান, ভারতে নিবন্ধিত বিমান-সহ ভারতের কোনও বিমান সংস্থার মালিকাধীন, পরিচালিত এমন কী লিজ নেওয়া বিমানও।

Advertisement
আরও পড়ুন