Ajmer Dargah Bomb Threat

‘অজমের দরগায় আরডিএক্স রাখা আছে’! ইমেল পেয়ে তড়িঘড়ি খালি করা হল চত্বর, তল্লাশি চলছে হাই কোর্টের জয়পুর বেঞ্চেও

অজমেরের সহকারী জেলাশাসক নরেন্দ্র মীনা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে জেলাশাসকের কাছে একটি ইমেল আসে। তাতে বলা হয়, দরগা এবং কালেক্টরেটে চারটি আরডিএক্স আইইডি রাখা আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮
বোমার হুমকি পাওয়ার পর রাজস্থানের অজমের দরগায় নিরাপত্তার কড়াকড়ি।

বোমার হুমকি পাওয়ার পর রাজস্থানের অজমের দরগায় নিরাপত্তার কড়াকড়ি। —ফাইল চিত্র।

রাজস্থানে অজমের দরগায় বোমা রাখা আছে বলে হুমকি ইমেল পাঠানো হয়েছে। ইমেল পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। দরগা চত্বর খালি করে দিয়েছে পুলিশ। বম্ব স্কোয়াড এবং কুকুর এলাকায় ঘুরছে। অজমের দরগার পাশাপাশি অজমের কালেক্টরেট, পুলিশ সুপারের দফতর এবং রাজস্থান হাই কোর্টের জয়পুর বেঞ্চেও বোমার হুমকি মিলেছে। সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Advertisement

অজমেরের সহকারী জেলাশাসক নরেন্দ্র মীনা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে জেলাশাসকের কাছে একটি ইমেল আসে। তাতে বলা হয়, দরগা এবং কালেক্টরেটে চারটি আরডিএক্স আইইডি রাখা আছে। দ্রুত সেই জায়গা খালি করতেও বলা হয়। ইমেল এসেছিল ‘প্রাক্তন তামিল টাইগার্‌স’ নামের একটি গোষ্ঠীর কাছ থেকে। অন্তত ইমেলে তারা নিজেদের এই নামেই পরিচিত করেছে। জানিয়েছে, তারা তামিলনাড়ু লিবারেশন আর্মির নেতা এস মারানের সাইবার গেরিলা শাখা। এই ধরনের কোনও গোষ্ঠীর অস্তিত্ব এখন নেই।

দরগা এবং কালেক্টরেটে বোমা পাওয়া না গেলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে হাই কোর্ট চত্বরেও। সকালে দরগা চত্বরে গিয়েছিলেন স্থানীয় থানার আইসি দীনেশ জীবানি। সমস্ত পুণ্যার্থীকে সরিয়ে দরগার দরজা বন্ধ করে দেন তিনি। কালেক্টরেট কমপ্লেক্সের ঘরগুলিতেও তল্লাশি চালানো হয়।

অজমের দরগা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এই প্রথম নয়। গত ৪ ডিসেম্বরই দরগায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। জেলাশাসক একই ধরনের ইমেল পেয়েছিলেন। সে দিনও পুলিশ গোটা চত্বর খালি করে তল্লাশি চালায়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রাজস্থান হাই কোর্টের জয়পুর বেঞ্চও গত ছ’সপ্তাহে এই নিয়ে পাঁচ বার বোমার হুমকি পেল। অনুরূপ হুমকি দেওয়া হয়েছিল ৩১ ‌অক্টোবর, ৫ ডিসেম্বর, ৮ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর। দাবি পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে তামিল গোষ্ঠী অজমেরে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা করছে।

Advertisement
আরও পড়ুন