Narendra Modi in Mann Ki Baat

‘বিচারব্যবস্থাকে পুতুলে পরিণত করেছিল’! জরুরি অবস্থা নিয়ে নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদীর

১৯৭৫ সালে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়। কিছু দিন আগেই দেশে জরুরি অবস্থা জারি ৫০ বছর পূর্তি হয়। বিজেপি দেশ জুড়ে এটিকে ‘সংবিধান হত্যা দিবস’ পালন করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৪:৪২
PM Narendra Modi dig at Congress on imposing Emergency in his Mann ki baat programme

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

‘মন কী বাত’ অনুষ্ঠানে আবার এক বার জরুরি অবস্থার প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। রবিবার মোদীর এই মাসিক অনুষ্ঠানের অনেকটা অংশ জুড়েই ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জারি করা জরুরি অবস্থা। মোদীর দাবি, এই জরুরি অবস্থা ইতিহাসের কালো অধ্যায়গুলি মধ্যে একটি! তিনি বলেন, ‘‘যাঁরা জরুরি অবস্থা জারি করেছিলেন, তাঁরা কেবল সংবিধানের চেতনাকেই হত্যা করেননি, বরং দেশের বিচারব্যবস্থাকে পুতুলে পরিণত করেছিলেন।’’

Advertisement

১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়। এ বছর ছিল জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি। বিজেপি দেশ জুড়ে এটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসাবে পালন করেছে। সেই প্রসঙ্গ টেনে মোদী রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে বলেন, ‘‘আমাদের অবশ্যই তাঁদের স্মরণ করতে হবে, যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। এই লড়াই আমাদের সংবিধান রক্ষার ক্ষেত্রে আরও সজাগ থাকার ব্যাপারে অনুপ্রাণিত করে।’’

রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠান চলাকালীন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, অটলবিহারী বাজপেয়ীর জরুরি অবস্থার সময়কার অডিয়োবার্তা শোনানো হয়। সেই অডিয়োবার্তায় বাজপেয়ীরা জরুরি অবস্থায় মানুষের উপর অত্যাচারের কথা বর্ণনা করেছিলেন।

Advertisement
আরও পড়ুন