Pune Engineer

অপরিচিত নন, পুণের ওই ‘ডেলিভারি বয় নির্যাতিতার বন্ধু’! নিজস্বীও তুলেছিলেন তরুণী নিজেই, বলছে পুলিশ

প্রশ্ন উঠেছে, তবে কি তরুণীকে ধর্ষণ করা হয়েছিল? পুণের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই নিয়ে তদন্ত চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২৩:০৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুণে কাণ্ডে অভিযুক্ত ‘ডেলিভারি বয়’ আদতে ‘নির্যাতিতা’র বন্ধু। অপরিচিত কেউ নন, যেমনটা দাবি করেছিলেন ২২ বছরের ইঞ্জিনিয়ার। শুক্রবার ওই ‘ডেলিভারি বয়’-কে আটকের পরে এমনটাই দাবি করল পুণে পুলিশ। পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানালেন, নির্যাতিতাই ওই ব্যক্তির সঙ্গে নিজস্বী তুলেছিলেন। তার পরে নিজের মোবাইলে হুমকি দিয়ে মেসেজ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তবে কি তরুণীকে ধর্ষণ করা হয়েছিল? পুণের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই নিয়ে তদন্ত চলছে।

Advertisement

পুণের অভিজাত আবাসনে ‘ডেলিভারি বয়’ সেজে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তরুণী অভিযোগ করেছিলেন, কুরিয়ার দেওয়ার নাম করে তাঁর ফ্ল্যাটে এসেছিলেন ওই যুবক। সে সময় তাঁর ভাই ফ্ল্যাটে ছিলেন না। তাঁর মুখে রাসায়নিক স্প্রে করে অচেতন করেন সেই যুবক। তাঁর আরও অভিযোগ ছিল, ধর্ষণ করে তাঁর সঙ্গে নিজস্বী তুলে তা পাঠিয়ে দিয়েছিলেন তাঁর নম্বরে। সঙ্গে দিয়েছিলেন হুমকির বার্তা। তাঁর যখন জ্ঞান ফেরে, তখন সেখানে আর ছিলেন না ওই যুবক। এর পরেই পুলিশ তদন্তে নামে। শুক্রবার আটক করা হয় যুবককে।


পুলিশের একটি সূত্র বলছে, ধৃত উচ্চশিক্ষিত। তিনি তরুণীর পূর্বপরিচিত। পুলিশ কমিশনার অমিতেশ বলেন, ‘‘বেশ কয়েক বছর ধরে একে অন্যকে চিনতেন ওই তরুণ এবং তরুণী।’’ তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে, ওই নিজস্বী নিজেই তুলেছিলেন তরুণী। সেখানে যুবকের মুখ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এর পরে তিনি নিজে সেই ছবি এডিট করেন। তার পরে হুমকির বার্তা লেখেন নিজের নম্বরেই। পুলিশ কমিশনার আরও বলেন, ‘‘কেন তরুণী ধর্ষণের অভিযোগ আনলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মানসিক অবস্থা এখন ভাল নয়। ধর্ষণ হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন