Vande Bharat Sleeper Train

জানুয়ারিতেই হাওড়া-গুয়াহাটির মধ্যে ছুটবে বন্দে ভারত স্লিপার! উদ্বোধন করবেন মোদী, ভাড়া কত হবে, জানালেন রেলমন্ত্রী

চলতি বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৫:২০
বন্দে ভারত স্লিপার ট্রেন।

বন্দে ভারত স্লিপার ট্রেন। —ফাইল চিত্র।

জানুয়ারি মাসেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। ছুটবে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ট্রেনের ভাড়া কত হবে, তা-ও জানিয়ে দিয়েছেন মন্ত্রী। থার্ড এসির ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসির ভাড়া হবে ৩০০০ টাকা আর ফার্স্ট এসির ভাড়া হবে ৩৬০০ টাকা। মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখেই ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বৈষ্ণব।

Advertisement

রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই ট্রেন চালু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে বৈষ্ণব বলেন, “আগামী ১৫-২০ দিনের মধ্যে পরিষেবা চালু হবে, হয়তো ১৮ কিংবা ১৯ জানুয়ারি। আমরা প্রধানমন্ত্রীকে (উদ্বোধনের জন্য) অনুরোধ করেছি। এখনও পর্যন্ত সব কিছু ঠিক হয়ে রয়েছে।” দু-তিন দিনের মধ্যেই তিনি উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দেবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনে ১১টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ এবং জলপাইগুড়ি জেলার উপর দিয়ে যাবে। অসমে ট্রেনটি কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও জেলার উপর দিয়ে যাবে। বৈষ্ণব জানান, বিমানযাত্রার তুলনায় অনেক কম খরচে ট্রেনেই এ বার দ্রুত গন্তব্যে পৌঁছোতে পারবেন যাত্রীরা।

চলতি বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বন্দে ভারতের তুলনায় বন্দে ভারতের স্লিপার কোচ একটু আলাদা। বন্দে ভারত স্লিপার মূলত রাতে চলবে। তাই যাত্রীদের জন্য চেয়ার কার রাখা হচ্ছে না। সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে। ট্রেনে থাকবে সিসি ক্যামেরা, কবচ সুরক্ষা ব্যবস্থা, বায়ো টয়লেট-সহ আধুনিক সমস্ত ব্যবস্থা।

Advertisement
আরও পড়ুন