Vote Rigging

কেরলেও কি ভোট চুরি, ইঙ্গিত অনুপস্থিত ভোটারে

সম্প্রতি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে কেরলে বিজেপির সহ-সভাপতি বি গোপালকৃষ্ণনের একটি ভিডিয়ো তুলে ধরেছিলেন।

প্রেমাংশু চৌধুরী
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২০

— প্রতীকী চিত্র।

আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে কেরলেও বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের এসআইআর-এ ভোটমুখী কেরলে ২ কোটি ৭৮ লক্ষের মতো ভোটারের মধ্যে প্রায় ২৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়ল। এর মধ্যে অনুপস্থিত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত ভোটারের সংখ্যা সব থেকে বেশি। প্রায় ১৪ লক্ষ ৬১ হাজার। আজ কেরলের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে বাম ও কংগ্রেস অভিযোগ তুলেছে, তিরুঅনন্তপুরম বা ত্রিশূরের মতো যে সব এলাকায় বিজেপি গত লোকসভা নির্বাচনে ভাল ফল করেছিল, সেখানেই বিপুল সংখ্যক ভোটারের নাম অনুপস্থিত বা স্থানান্তরিত হিসেবে বাদ গিয়েছে। এর অর্থ, বিজেপি লোকসভা নির্বাচনের সময়ে কেরলে বাইরে থেকে লোক ঢুকিয়েছিল। বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে।

সম্প্রতি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে কেরলে বিজেপির সহ-সভাপতি বি গোপালকৃষ্ণনের একটি ভিডিয়ো তুলে ধরেছিলেন। গোপালকৃষ্ণন সেখানে দাবি করেছিলেন, কেরলে ভোটে জিততে বিজেপি বাইরে থেকে, এমনকি কাশ্মীর থেকেও ভোটার নিয়ে আসতে পারে। সিপিএম, কংগ্রেসের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে সব বিধানসভা এলাকায় ভাল ফল করেছে, সেখানেই এসআইআর-এ বিপুল ভোটারের নাম অনুপস্থিত বা স্থানান্তরিত হিসেবে কাটা গিয়েছে। বিজেপির জেতা ত্রিশূর লোকসভা কেন্দ্রেও একই ছবি।

বিহারের পরে নির্বাচন কমিশনের এসআইআর-এ এখনও পর্যন্ত ১১টি রাজ্যে প্রায় ৩৫ কোটি ৫৫ লক্ষ ভোটারের মধ্যে আপাতত ৩ কোটি ৬৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ল। খসড়া তালিকায় এই ১০.৩৫ শতাংশ ভোটারকে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন বিহারের পরে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু করেছে। এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার সংখ্যা ছিল ৫০ কোটি ৯৯ লক্ষ বা প্রায় ৫১ কোটি। এর মধ্যে পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা আগেই প্রকাশিত হয়েছিল। প্রায় ২ কোটি ৭৩ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল। আজ নির্বাচন কমিশন বামশাসিত কেরল, বিজেপিশাসিত ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খসড়া তালিকা প্রকাশ করেছে। এই চারটিতে আরও ১ কোটি ১৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

কেরলে ২.৭৮ কোটির মধ্যে ২৪ লক্ষ, মধ্যপ্রদেশে ৫.৭৪ কোটির মধ্যে ৪৩ লক্ষ, ছত্তীসগঢ়ে ২.১২ কোটির মধ্যে ২৭.৩ লক্ষ, আন্দামান-নিকোবরে ৩.১০ লক্ষের মধ্যে ৬৪ হাজার নাম বাদ গিয়েছে। বাকি থাকছে শুধু উত্তরপ্রদেশ। এসআইআর শুরুর আগে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় প্রায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। যোগী আদিত্যনাথের রাজ্যে ৩১ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুন