জন্মদিনে কংগ্রেসের প্রধান কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে রাহুল গান্ধী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। পিটিআই
বেশ কিছু দিন ‘অদৃশ্য’ থাকার পরে নিজের ৫৫তম জন্মদিনে প্রকাশ্যে এলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার তাঁর জন্মদিনে কংগ্রেসের আকবর রোডের দফতরে হাজির হয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেছেন রাহুল। তবে আমদাবাদের বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির কারণে কেক কাটা বা হইচইয়ের মধ্যে যাননি। রাহুলের নির্দেশে কংগ্রেস দফতরে ঢাক-ঢোল না বাজলেও যুব কংগ্রেস তালকাটোরা স্টেডিয়ামে বেকার যুবকদের জন্য রোজগার মেলার আয়োজন করেছিল।
সনিয়া গান্ধী গত পেটের সংক্রমণের জন্য গত চার দিন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তিনি ছাড়া পেয়েছেন। জন্মদিনের সকালে মাকে আনতে হাসপাতালে যান রাহুল। জন্মদিনেই লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তাঁর জন্য বরাদ্দ ৫ নম্বর সুনেহরি বাগ রোডের বাংলোতে গৃহপ্রবেশ করেছেন রাহুল। ২০০৪-এ প্রথম বার সাংসদ হওয়ার পর থেকে ২০২৩-এ মানহানির মামলায় তাঁর সাংসদ পদ সাময়িক ভাবে খারিজ হওয়া পর্যন্ত তুঘলক লেনের সরকারি বাংলোতে থাকতেন রাহুল। তার পরে সাংসদ পদ ফিরে পেলেও এত দিন দশ জনপথেই তিনি মায়ের সঙ্গে থাকতেন।