Telangana Tunnel Collapsed

আটকে থাকা শ্রমিকদের খোঁজে এ বার তেলঙ্গানার সুড়ঙ্গে যাচ্ছে রোবট! উদ্বেগ বাড়ছে

বৃহস্পতিবার সকালে কেরল সরকারের তরফে জানানো হয়, সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। শুক্রবার থেকেই সেই কুকুর অনুসন্ধানের কাজ শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২৩:১৫
তেলঙ্গানার সেই সুড়ঙ্গ।

তেলঙ্গানার সেই সুড়ঙ্গ। —ফাইল চিত্র।

১৪ দিন পার। এখনও তেলঙ্গানার সুড়ঙ্গ থেকে শ্রমিক-সহ আট জনকে বাইরে বার করে আনা সম্ভব হয়নি। আদৌ তাঁরা বেঁচে আছেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এ বার আটকে পড়া শ্রমিকদের খুঁজতে রোবটের ব্যবহার করছে উদ্ধারকারী দল।

Advertisement

বৃহস্পতিবার সকালে কেরল সরকারের তরফে জানানো হয়, সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। শুক্রবার থেকেই সেই কুকুর অনুসন্ধানের কাজ শুরু করেছে। এ বার তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশেষ রোবটও।

গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। কী ভাবে তাঁদের ওই অন্ধকার সুড়ঙ্গ থেকে বার করে আনা যায়, সেই পরিকল্পনাই করছে উদ্ধারকারী দল। নানা পন্থা অবলম্বন করা হচ্ছে। কখনও সুড়ঙ্গে বিশেষ যন্ত্র দিয়ে খোঁড়ার কাজ চলছে, কখনও আবার উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ‘র‌্যাটহোল মাইনার’দেরও। কিন্তু কোনও কিছুতেই সাফল্য পাচ্ছেন না উদ্ধারকারীরা।

শ্রমিকদের আটকে থাকা অংশ থেকে মাত্র ৪০ ফুট দূরেই থমকে আছে উদ্ধারকাজ। ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। পাম্প দিয়ে জল বার করা হচ্ছে। কিন্তু তার পরেও বিশেষ সুবিধা করতে পারছেন না উদ্ধারকারীরা। কারণ, সুড়ঙ্গ থেকে জল বার করতে না করতেই আবার জলে ভরে যাচ্ছে। আর এখানেই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলগুলিকে। সুড়ঙ্গের মধ্যে থেকে আটকে পড়া শ্রমিকদের কোনও সাড়াশব্দ মিলছে না। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

Advertisement
আরও পড়ুন