Bomb Threat

‘হামলা হবে তাজ হোটেল, মুম্বই বিমানবন্দরে’! হুমকি-চিঠিতে দাবি, আফজ়ল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে

মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বই বিমানবন্দর পুলিশের ইমেল আইডি-তে হুমকি দিয়ে একটি ইমেল করা হয়েছে। তাতে বলা হয়েছে, আফজ়ল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১১:৪৮
Taj Hotel

মুম্বইয়ে তাজ হোটেল। —ফাইল চিত্র।

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর! এমনই হুমকি-ইমেল পেয়ে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। শনিবার সকাল থেকে বিমানবন্দর থেকে তাজ হোটেল, সর্বত্র নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে।

Advertisement

মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বই বিমানবন্দর পুলিশের ইমেল আইডি-তে হুমকি দিয়ে একটি ইমেল করা হয়েছে। তাতে বলা হয়েছে, আফজ়ল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে। এ জন্য হামলা হবে তাজ হোটেল এবং মুম্বই বিমানবন্দরে। প্রসঙ্গত, ২০০১ সালে সংসদে হামলায় দোষী সাব্যস্ত আফজ়লের ফাঁসি হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। অন্য দিকে, ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

পাকিস্তান থেকে জলপথে ঢুকে কয়েক জন মুম্বইয়ে ১০টির বেশি ধারাবাহিক হামলা চালিয়েছিল। ২৬/১১-র ঘটনায় ১৬৪ জন নিহত এবং কমপক্ষে ৩০৮ জন আহত হন। প্রায় ১২ ঘণ্টা ধরে তাজ প্যালেস হোটেলের মধ্যে তাণ্ডব চালিয়েছিল চার সঙ্গী। এনএসজি কমান্ডোরা ময়দানে নামার আগে পণবন্দি হয়েছিলেন হোটেলে উপস্থিত সকলে।

মুম্বই পুলিশ সূত্রে খবর, এই হুমকি-ইমেলকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না তারা। ইতিমধ্যে তাজ হোটেলে পাঠানো হয়েছে পুলিশের কয়েক’টি দলকে। নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি বিমানবন্দরেও নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। তবে কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কোনও সন্দেহজনক জিনিসও উদ্ধার হয়নি। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুম্বই পুলিশের এক কর্তা।

Advertisement
আরও পড়ুন