Goa Murder

এক নাম, একই বয়স, গোয়ায় দুই রুশ মহিলার দেহ উদ্ধার! ‘হত্যাকারীও’ এক, খুনের অভিযোগে লিভ ইন সঙ্গী ধৃত

পুলিশ সূত্রে খবর, দু’টি পৃথক জায়গা থেকে বৃহস্পতি এবং শুক্রবার দুই রুশ মহিলার দেহ উদ্ধার হয়েছে। দু’জনেরই নাম এলিনা। দু’জনের বয়সও ৩৭।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩০
খুনের নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল। প্রতীকী ছবি।

খুনের নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল। প্রতীকী ছবি।

এক নাম, একই বয়স। গোয়ায় দুই রুশ মহিলার দেহ উদ্ধারে হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, হত্যার নমুনা দেখে সন্দেহ করা হচ্ছে, দুই মহিলাকে খুনের নেপথ্যে আততায়ী এক জনই। শুক্রবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাচক্রে, তিনিও রুশ নাগরিক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দু’টি পৃথক জায়গা থেকে বৃহস্পতি এবং শুক্রবার দুই রুশ মহিলার দেহ উদ্ধার হয়েছে। দু’জনেরই নাম এলিনা। দু’জনের বয়সও ৩৭। এক জনের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছে উত্তর গোয়ার পেরনেম থেকে। আর এক জনের দেহ উদ্ধার হয়েছে আরাম্বল থেকে। তাঁরও গলার নলি কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। দু’টি খুনের ধরন একই হওয়ায় সেই সূত্র ধরে তদন্ত শুরু করতেই আলেক্সেই লিওনভ নামে এক রুশ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, খুন হওয়া দুই মহিলার নাম এলিনা কাস্থানোভা এবং এলিনা ভানিভা। বুধবার রাত ১১টা নাগাদ ভানিভাকে খুন করা হয়। মোরজিমে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। লিওনভ ছিলেন তাঁর লিভ ইন সঙ্গী। ভানিভার গলা, ঘাড় এবং শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের চিহ্ন মিলেছে। খুনের ৪০ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় ভানিভার দেহ উদ্ধার হয়। তবে কাস্থানোভার সূত্র ধরেই ভানিভার খোঁজ পায় পুলিশ।

বৃহস্পতিবার আরাম্বল এলাকায় একটি বাড়ি থেকে কাস্থানোভার হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ ডিসেম্বর গোয়ায় টুরিস্ট ভিসায় এসেছিলেন কাস্থানোভা। আরাম্বলে লিওনভের সঙ্গে পরিচয় হয়। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন কাস্থানোভা। সেখানে আসতেন লিওনভ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, জেরায় লিওনভ স্বীকার করেছেন, তিনি ভারত ছেড়ে পালানোর পরিকল্পনা করে ছিলেন। পাশাপাশি, এটাও দাবি করেছেন, দুই রুশ মহিলার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কাস্থানোভাকে খুনের অভিযোগে লিওনভকে গ্রেফতারের পর ভানিভার বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই গোয়া পুলিশ মোরজিমের ওই বাড়িতে গিয়ে ভানিভার দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ভানিভার লিভ ইন সঙ্গী ছিলেন লিওনভ। তবে দুই মহিলাকে খুনের কারণ এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন