Air India Flight

রক্ষণাবেক্ষণ, খারাপ আবহাওয়া, আকাশসীমা বন্ধ! বিভিন্ন কারণে বাতিল এয়ার ইন্ডিয়ার অনেক উড়ান

উড়ান বাতিলের জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, উড়ান বাতিলের কারণে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১২:২৫
Several Air India flights cancelled due to maintenance, bad weather

বাতিল এয়ার ইন্ডিয়ার বেশ কিছু উড়ান। —ফাইল চিত্র।

আবার এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি উড়ান বাতিলের কথা জানানো হল। তার মধ্যে রয়েছে যেন অন্তর্দেশীয় উড়ান, তেমনই রয়েছে আন্তর্জাতিক উড়ানও। উড়ান বাতিলের জন্য বিভিন্ন কারণ দেখিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

কোন কোন উড়ান বাতিল করা হয়েছে শুক্রবার? এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে দুবাই থেকে চেন্নাইগামী এআই ৯০৬, দিল্লি থেকে মেলবোর্নগামী এআই৩০৮, মেলবোর্ন থেকে দিল্লিগামী এআই৩০৯, দুবাই থেকে হায়দরাবাদগামী এআই২২০৪ উড়ান বাতিল থাকছে। শুধু তা-ই নয়, বাতিল করা হয়েছে পুণে থেকে দিল্লিগামী এআই৮৭৪, অহমদাবাদ থেকে দিল্লিগামী এআই৪৫৬, হয়দরাবাদ থেকে মুম্বইগামী এআই২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই৫৭১ উড়ানগুলি। রক্ষণাবেক্ষণ ছাড়াও খারাপ আবহাওয়া এবং আকাশসীমা বন্ধ থাকার কারণেও উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

উড়ান বাতিলের জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, বাতিলের কারণে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। তবে যদি যাত্রীরা চান, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে এয়ার ইন্ডিয়া। তারা আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়া বিমানগুলিতে নানা রকম পরীক্ষা করা হচ্ছে। ত্রুটি ধরা পড়লেই তা মেরামতও করছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া জানিয়েছিল যে, প্রতি সপ্তাহে তাদের বিভিন্ন আন্তর্জাতিক রুটের বিমান পরিষেবার সংখ্যা কমাবে। ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত তিনটি রুটে বিমান চলাচল স্থগিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান-ইজ়রায়েল সংঘাতও প্রভাব ফেলেছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবায়। এই সংঘাতের কারণে পশ্চিম এশিয়ার বেশ কিছু আকাশসীমা সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফলে কিছু বিমান ঘুরপথে গন্তব্যে পৌঁছোচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সময়ে বিমান গন্তব্যে পৌঁছোতে না পারায় আবার সেই বিমান সেখান থেকে ওড়ায় সমস্যা দেখা দিচ্ছে। বাধ্য হয়ে বাতিল করতে হচ্ছে সংশ্লিষ্ট উড়ানগুলিকে।

Advertisement
আরও পড়ুন