Stampede in Haridwar

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ছয় জনের, আহত অনেকে! চলছে উদ্ধারকাজ

রবিবার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোলে। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় মন্দিরে। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১০:৩২
dead in a stampede after a huge crowd gathered at the Mansa Devi temple in Haridwar

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা। ছবি: সংগৃহীত।

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত বহু।

Advertisement

রবিবার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোলে। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় মন্দিরে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হঠাৎ ওই সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের উপর পড়ে যান। তাঁদের টপকে মন্দিরে পৌঁছোতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এএনআই-কে জানিয়েছেন, তিনি খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে উদ্ধারের কাজে গতি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, একে একে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছোচ্ছে ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সরকারের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি জানান, হরিদ্বারের মনসাদেবী মন্দিরের দুর্ঘটনা খুবই বেদনাদায়ক।

Advertisement
আরও পড়ুন