Manali Accident

মানালিতে পর্যটকদের নিয়ে খাদে পড়ল গাড়ি, নিহত চালক-সহ চার, এক জনের অবস্থা আশঙ্কাজনক

কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ছোট চার চাকার গাড়িটির চাকা পিছলে যায়। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে গাড়িটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ২৩:১৪
মানালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু।

মানালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু। —প্রতীকী চিত্র।

হিমাচল প্রদেশের মানালিতে পর্যটকদের নিয়ে খাদে উল্টে পড়ল গাড়ি! দুর্ঘটনায় দুই পর্যটক ও চালক-সহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক যাত্রী। নিহত দুই পর্যটকই পঞ্জাবের বাসিন্দা। এক জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

রবিবার মানালি এবং রোটাং পাসের মাঝে রানি নালার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ছোট চার চাকার গাড়িটির চাকা পিছলে যায় এবং তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় গাড়িটি। গাড়িটিতে সেই সময় চালক ছাড়াও চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক এবং বাকি তিন জনের। গাড়ির চালক নরেন্দ্র কুমার (৩৪) কুল্লুর বাসিন্দা। রণজিৎ সিংহ (৩১) এবং হরবিন্দর সিংহ (২৭) নামে দুই পর্যটকেরও দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বা়ড়ি পঞ্জাবের হোশিয়ারপুরে।

রবি কুমার নামে অপর এক পর্যটককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়িও হোশিয়ারপুরেই। তবে অপর মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তিনিও পঞ্জাব থেকে আসা ওই পর্যটকদলের মধ্যেই ছিলেন। রবিবারের এই দুর্ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। স্বজনহারা পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন