Delhi Assembly Election 2025

চাপে আপ! দিল্লি-ভোটের পাঁচ দিন আগে কেজরীর দল ছাড়লেন টিকিট না পাওয়া সাত বিধায়ক

দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি গণনার দিন। এ বারের দিল্লির ভোটের লড়াই মূলত ত্রিমুখী। তার আগেই আপ শিবিরে ধাক্কা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৫
Several MLAs quit AAP ahead of Delhi Assembly poll

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

হাতেগোনা আর মাত্র পাঁচ দিন বাকি দিল্লির বিধানসভা নির্বাচনের। তার আগেই ধাক্কা অরবিন্দ কেজরীওয়াল শিবিরে। শুক্রবার এক সঙ্গে আম আদমি পার্টি (আপ) ছাড়লেন সাত বিধায়ক! দলের আহ্বায়ক কেজরীওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন তাঁরা। কেন তাঁরা দল ছাড়লেন? দলত্যাগী বিধায়ক বন্দনা গৌর জানিয়েছেন, কেজরীওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত। তবে আপের এক সূত্রের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়কেরা।

Advertisement

বন্দনা ছাড়াও আপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলীর বিধায়ক নরেশ যাদব, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধাক মদন লাল এবং বিজিওসানের বিধায়ক বিএস জুন।

গত নির্বাচনে বন্দনা পালাম থেকে লড়েছিলেন। জিতে বিধায়ক হন। তবে আপ এ বার আর ওই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি। শুক্রবার পদত্যাগী চিঠিতে ভাবনা টিকিট না পাওয়ার কথা উল্লেখ করেননি। তবে দল ছাড়ার কারণ হিসাবে কেজরীওয়ালের প্রতি বিশ্বাস হরানোর কথা বলেছেন। একই কারণ দেখিয়েছেন মদনও।

কেজরীওয়াল এ বার এই সাত বিধায়ককে পুনরায় ভোটে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছেন। আদর্শ নগর থেকে টিকিট দেওয়া হয়েছে মুকেশ গোয়েলকে। জনকপুরীর আপ প্রার্থী প্রবীণ কুমার, বিজিওসান থেকে সুরেন্দ্র ভরদ্বাজকে টিকিট দিয়েছেন কেজরী। পালামে ভাবনার জায়গায় এ বার আপের টিকিটে লড়ছেন যোগিন্দর সোলাঙ্কী।

Advertisement
আরও পড়ুন