আধার-তথ্য আপডেটের খরচে আসছে বদল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আধার আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনেশন থেকে নতুন জিএসটি সংক্রান্ত অনেক নিয়মেরই বদল আসতে চলেছে। তার প্রভাব পড়তে পারে আমাদের দৈনন্দিন জীবনে। ১ নভেম্বর থেকে বদলাচ্ছে এই নিয়ম।
আধার আপডেটের খরচ
বাচ্চাদের আধারকার্ডে বায়োমেট্রিক (হাতের আঙুলের ছাপ) আপডেট করতে হলে আর কোনও টাকা দিতে হবে না। এ কথা জানিয়েছে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। আগামী এক বছর শিশুদের এই বায়োমেট্রিক আপডেট করতে হলে কোনও টাকা দিতে হবে না। এত দিন দিতে হত ১২৫ টাকা। প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে হলে দিতে হবে ৭৫ টাকা। বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান করাতে হলে দিতে হবে ১২৫ টাকা।
ব্যাঙ্ক মনোনয়ন নীতি
নিজের একটি অ্যাকাউন্ট বা লকার বা সুরক্ষিত হেফাজতে থাকা জিনিসপত্রের জন্য গ্রাহক চার জনের নাম মনোনীত করতে পারবেন। ১ নভেম্বর থেকে এই নীতি চালু হবে। এর ফলে আপৎকালীন সময়ে টাকা বা দামি জিনিসপত্র তোলার জন্য গ্রাহকের পরিবারের লোকজনকে সমস্যায় পড়তে হবে না। মালিকানা নিয়ে ঝঞ্ঝাটও কমবে।
নতুন জিএসটি
নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে শনিবার থেকে। ফলে কিছু জিনিসের নতুন দাম নির্ধারিত হবে। আগে ছিল চারটি স্ল্যাব। এখন তা কমিয়ে দু’টি করা হয়েছে। এর ফলে জিএসটি কাঠামো অনেক সরল হয়েছে দেশে। ১২ এবং ২৮ শতাংশ স্ল্যাবটি বাদ দেওয়া হয়েছে। এখন পাঁচ এবং ১৮ শতাংশের স্ল্যাব রয়েছে। বিলাস দ্রব্য, ক্ষতিকারণ জিনিসের উপরে ৪০ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।
এনপিএস থেকে ইউপিএসে যাওয়ার সময়সীমা
কেন্দ্রীয় সরকারের যে কর্মীরা এনপিএস (ন্যাশনাল পেনশন সিস্টেম) থেকে ইউনিফায়েড পেনশন সিস্টেম (ইউপিএস)-এর অন্তর্ভুক্ত হতে চান, তাঁরা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবেন। এর ফলে কর্মীরা নতুন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আরও সময় পাবেন।
জীবন শংসাপত্র
কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বরের মধ্যে জীবিত থাকার শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) জমা দিতে হবে। যে ব্যাঙ্কে তাঁদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তাঁরা জমা দিতে পারবেন। নয়তো জীবনপ্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনেও জমা করতে পারবেন।
এসবিআই কার্ডহোল্ডার
যে গ্রাহকেরা এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁরা তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত টাকা দিতে চাইলে এক শতাংশ ফি দিতে হবে। শিক্ষা সংক্রান্ত বিষয় বলতে স্কুল বা কলেজের ফি। এসবিআই কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে ১০০০ টাকার বেশি লোড করলে ১ শতাংশ ফি দিতে হবেয় ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে।
পিএনবিতে লকারের খরচ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) শীঘ্রই লকারের খরচ পর্যালোচনা করবে। লকারের আকার এবং ক্যাটাগরির উপর নির্ভর করবে খরচ। সারা দেশেই পিএনবি গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। নভেম্বরেই নতুন এই চার্জ ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি জারি করার ৩০ দিনের মধ্যে কার্যকর হবে নতুন নিয়ম।