Starlink Satellite Internet India

ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা এ বার ভারতেও, চুক্তি সই হল এয়ারটেলের সঙ্গে

স্টারলিঙ্কের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এ বার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবেন ভারতীয় গ্রাহকরা। পাশাপাশি, স্পেসএক্সের সমস্ত পণ্য এ বার পাওয়া যাবে এয়ারটেলের বিপণিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:১৪
SpaceX of Elon Musk signs deal with Airtel to bring Starlink internet to India

এ বার ভারতেও পাওয়া যাবে মাস্কের ইন্টারনেট পরিষেবা। —ফাইল ছবি।

টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা এ বার চালু হতে চলেছে ভারতে। এয়ারটেলের সঙ্গে স্পেসএক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।

Advertisement

স্টার লিঙ্কের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এ বার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবেন ভারতীয় গ্রাহকরা। পাশাপাশি, স্পেসএক্সের সমস্ত পণ্য এ বার পাওয়া যাবে শুধুমাত্র এয়ারটেলের বিপণি থেকে। ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল এ কথা জানিয়েছেন।

গোপাল মঙ্গলবার বলেন, ‘‘ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ তাঁর দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উন্নততর ইন্টারনেট পরিষেবা অনেক দ্রুত, সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবাক্ষেত্র হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে। স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল বলেন, ‘‘এয়ারটেলের সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে বড় প্রাপ্তি। ভারতে ইন্টারনেট পরিষেবার রূপান্তর ঘটাব আমরা।’’

Advertisement
আরও পড়ুন