Lalu Prasad Yadav Family

লালুর পরিবারে কোন্দল আরও প্রকট! দিদি রোহিণীকে অপমানের ফল ভুগতে হবে, তেজস্বীকে হুঁশিয়ারি তেজপ্রতাপের

যাদব পরিবারের সঙ্গে আগেই সম্পর্ক ছিন্ন হয়েছে তেজপ্রতাপের। আরজেডি জমানার প্রাক্তন মন্ত্রী এখন আলাদা দল গড়েছেন। এখন লালুকন্যা রোহিণীর সঙ্গেও পরিবারের কোন্দল প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১২:১৪
(পিছনে) রোহিণী আচার্য এবং লালুপ্রসাদ যাদব। (সামনে বাঁ দিকে) তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব ( ডান দিকে)।

(পিছনে) রোহিণী আচার্য এবং লালুপ্রসাদ যাদব। (সামনে বাঁ দিকে) তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব ( ডান দিকে)। — ফাইল চিত্র।

বিহারে যাদব পরিবারের অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে। লালুকন্যা রোহিণী আচার্যের পাশে দাঁড়িয়ে তেজস্বী এবং তাঁর ঘনিষ্ঠদের ‘সাবধান’ করে দিলেন তেজপ্রতাপ যাদব। তেজস্বীদের ‘জয়চাঁদ’ বলে খোঁচা দিয়ে লালুপ্রসাদের ‘ত্যাজ্য’ জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ জানিয়ে দিলেন, রোহিণীর অপমান তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না। এর ফল ভুগতে হবে বলেও সাবধান করে দিয়েছেন তিনি।

Advertisement

যাদব পরিবারের সঙ্গে আগেই সম্পর্ক ছিন্ন হয়েছে তেজপ্রতাপের। আরজেডি জমানার প্রাক্তন মন্ত্রী এখন আলাদা দল গড়েছেন। এখন লালুকন্যা রোহিণীর সঙ্গেও পরিবারের কোন্দল প্রকাশ্যে এসেছে। বিশেষ করে তেজস্বীর সঙ্গে রোহিণীর বিভেদ আরও প্রকট হয়েছে গত কয়েক দিনে। এ অবস্থায় দিদির পাশে দাঁড়িয়ে ফের নাম না-করে তেজস্বীদের নিশানা করলেন তেজপ্রতাপ। যাদব পরিবারের বড় ছেলে বলেন, “আমাদের দিদির (রোহিণীর) অপমান কোনও ভাবেই সহ্য করব না। জয়চাঁদদের তাঁদের অপকর্মের মাশুল চোকাতে হবে। এর পরিণতি ভুগতে হবে তাঁদের।”

তিনি আরও বলেন, “রোহিণী দিদির সঙ্গে যা হয়েছে, তা আমাকে ভাবিয়ে তুলছে। আমার সঙ্গে যা হয়েছে, তা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার দিদির প্রতি এই অপমান আমি সহ্য করতে পারছি না। এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।” সরাসরি কারও নাম না-করলেও এই বক্তব্যের মাধ্যমে তেজস্বী এবং তাঁর ঘনিষ্ঠ শিবিরকেই নিশানা করেছেন তিনি।

যাদব পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রোহিণী সম্প্রতি সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁকে অপমান করা হয়েছে। তাঁকে মারতে জুতো তোলা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন লালুকন্যা। তাঁর দাবি, কেবল সত্যের পক্ষ ত্যাগ না-করার জন্যই এই হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে।

সমাজমাধ্যমে লালুকন্যা দাবি করেন, “এক জন কন্যা, বোন, এক জন বিবাহিত মহিলা এবং এক জন মাকে অপমান করা হয়েছে। নোংরা গালিগালাজ করা হয়েছে। মারার জন্য জুতো তোলা হয়েছে। আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। সত্যকে ত্যাগ করিনি। শুধুমাত্র সেই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে।’’ এই পরিস্থিতিতে তেজপ্রতাপের মন্তব্য যাদব পরিবারের অন্দরের কোন্দল আরও প্রকট করল বলেই মনে করা হচ্ছে। বস্তুত, যাদব পরিবারে রোহিণী এবং তেজপ্রতাপের সম্পর্ক বরাবরই বেশ ভাল। অতীতে বিভিন্ন সময়ে রোহিণীর মন্তব্যে তেজপ্রতাপকে সমর্থনের ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

Advertisement
আরও পড়ুন