তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি । ফাইল চিত্র।
ঘৃণাভাষণ ঠেকাতে কংগ্রেস-শাসিত কর্নাটকে বিল পাশের পরে ধর্মীয় অবমাননা রুখতে আইন আনতে চলেছে কংগ্রেস-শাসিত দক্ষিণের আর এক রাজ্য তেলঙ্গানা। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ কথা জানিয়ে বলেছেন, কেউ কোনও ধর্মকে অপমান করলে, তার শাস্তির জন্য বর্তমান আইনেও সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনে নতুন আইন সংক্রান্ত বিল পেশ করা হবে। বড়দিনের আগে খ্রিস্টান সম্প্রদায় আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার রেবন্ত বলেন, ‘‘সংখ্যালঘুদের সব কল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাওয়ার অধিকার আছে। ডিসেম্বর তেলঙ্গানা ও কংগ্রেসের পক্ষে দৈব ঘটনার মাস। এই মাসেই সনিয়া গান্ধীর জন্ম। এই মাসেই তেলঙ্গানা রাজ্যের মর্যাদা পায়।’’
নতুন বিলটি প্রসঙ্গে বলতে গিয়ে রেবন্ত জানান, যে কোনো ধর্মকে অপমানকারীদের শাস্তি দেওয়ার জন্য নতুন আইন আনা হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় ঘৃণাদমন ও অন্য ধর্মকে অপমানকারীদের শাস্তি দিতে আসন্ন বাজেট অধিবেশনেই এই নতুন আইন বিধানসভায় পেশ করা হবে। ওই অনুষ্ঠানেই তিনি বলেন, সংখ্যালঘুদের সব ধরনের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। একই সঙ্গে খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থান সংক্রান্ত যে সব বিষয় এখনও ঝুলে আছে, সেগুলিও শীঘ্রই সমাধান করা হবে বলে জানিয়েছেন রেবন্ত।
হায়দরাবাদে আয়োজিত বড়দিনের ওই অনুষ্ঠানে রেড্ডি বলেন, ডিসেম্বর তেলেঙ্গানা ও কংগ্রেস দলের জন্য ‘দৈব ঘটনার মাস’। এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেন রেবন্ত। তাঁর যুক্তি, ডিসেম্বর মাসেই জন্ম কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর এবং এই ডিসেম্বর মাসেই রাজ্যের স্বীকৃতি পেয়েছিল তেলঙ্গানা এবং তা-ও সনিয়া গান্ধীর সক্রিয় ভূমিকার জন্যই।
ওই অনুষ্ঠানে রেবন্তের একটি মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, “আজ আমরা তেলঙ্গানায় যে বড়দিন উদ্যাপন করছি, তার কারণ সনিয়া গান্ধীর অবদান।” রেড্ডির ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। দলের তরফে ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করে লেখা হয়, “আজ সবাই বড়দিন উদযাপন করছে শুধু মাত্র শ্রীমতী সনিয়া গান্ধীর ত্যাগের জন্য, এমনটাই বলছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত …।” রাজ্যের আর এক বিরোধী দল বিজেপিও রেবন্তের মন্তব্যের সমালোচনা করে একে ‘চাটুকারিতা’ বলে কটাক্ষ করেছে। সংবাদ সংস্থা