News Of The Day

বাংলাদেশের পরিস্থিতি, ভারতের সঙ্গে কূটনৈতিক চাপানউতর। খসড়া তালিকা প্রকাশ পরবর্তী পরিস্থিতি। আর কী কী

ময়মনসিংহের ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বৃদ্ধি পেয়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচারের দাবি তুলেছে ভারত। উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ময়মনসিংহের ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বৃদ্ধি পেয়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচারের দাবি তুলেছে ভারত। উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও। পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশও। সোমবার দিল্লির ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের হাইকমিশন। ঘটনাচক্রে, কয়েক দিন আগে বাংলাদেশেও নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু জায়গায় ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। দুই দেশের কূটনীতির এই চাপানউতরের দিকে নজর থাকবে আজ।

পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে কমিশন। এখন চলছে শুনানির জন্য নোটিস পাঠানোর প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি নিশ্চিত নয়, তাঁদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু করেছে কমিশন। ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ নোটিস জারি করেছে কমিশন। শনিবার থেকে শুনানি শুরু হবে। তার আগে কমিশনের প্রস্তুতি সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আজ মেয়েদের ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে সহজেই জিতেছে ভারত। ৩২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছেন হরমনপ্রীত কৌরেরা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের সিরিজ়েই প্রথম নেমেছেন স্মৃতি মন্ধানা-জেমাইমা রদ্রিগেজ়রা। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে! সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপটে শনিবার থেকে দিনের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন