Delhi Crime News

জোরে বাইক চালানো নিয়ে বচসা, দিল্লিতে কুপিয়ে খুন দুই যুবককে, অভিযুক্ত চার জনই নাবালক!

দিল্লির রাস্তায় দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। চার কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ, জোরে বাইক চালানো নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল। তার পরেই এই হত্যাকাণ্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৫:৩৬
দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ দিল্লিতে।

দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ দিল্লিতে। —প্রতীকী চিত্র।

দিল্লিতে দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল চার নাবালকের বিরুদ্ধে। জোরে বাইক চালানো নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল। যা ক্রমে হাতাহাতিতে গড়ায়। বচসার মাঝেই পকেট থেকে ছুরি বার করে দুই বাইক আরোহীকে কোপায় অভিযুক্তেরা। পুলিশ চার জনকেই হেফাজতে নিয়েছে।

Advertisement

দিল্লির বওয়ানা এলাকার জেজে কলোনির ঘটনা। পুলিশ জানিয়েছে, যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁদের এক জনের বয়স ২০ এবং অন্য জনের বয়স ১৭। তাঁরা বুধবার রাতে রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। বাইকে গতির ঝড় তুলেছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, রাস্তা জুড়ে এঁকেবেঁকে বাইক চালাচ্ছিলেন। দেখে তাঁদের বাধা দেয় চার কিশোর। শুরু হয় বচসা। অভিযোগ, ওই কিশোরদের কাছে ধারালো অস্ত্র ছিল। বচসা চলাকালীন আচমকা পকেট থেকে ছুরি বার করে দু’জনের উপর তারা চড়াও হয়। এলোপাথাড়ি ছুরির কোপ মারে তাঁদের। ঘটনাস্থলে দু’জনেই লুটিয়ে পড়েন।

দুই যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে দু’জনের বয়স ১৫। এ ছাড়া, এক জন ১৩ এবং এক জন ১৬ বছর বয়সি কিশোর। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জুভেনাইল জাস্টিস আইনে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ক্ষণিকের বচসা, না খুনের নেপথ্যে ছিল অন্য কোনও আক্রোশ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন