Explosive Recovery

১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ২০০টি কার্তুজ উদ্ধার গাড়ি থেকে! বর্ষবরণে কি হামলার ছক ছিল রাজস্থানে

বর্ষবরণের প্রাক্কালে রাজস্থানের টঙ্ক থেকে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:০১
Two arrested with 150 kg explosives in Rajasthan\\\\\\\\\\\\\\\'s Tonk

তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক। ছবি: সংগৃহীত।

গাড়ি আটকে তল্লাশি করার সময়ই চোখ কপালে ওঠে পুলিশের। গাড়ির ডিকি খুলতেই দেখা গেল থরে থরে সাজানো বিস্ফোরক! গাড়িতে অন্তত ১৫০ কেজি বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান পুলিশের। বর্ষবরণের প্রাক্কালে রাজস্থানের টঙ্ক থেকে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ধৃতেরা হলেন সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি— দু’জনেই রাজস্থানের বুন্দি জেলার বাসিন্দা। ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র পিটিআই-কে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বারোনি থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়ির মধ্যে ছিল ইউরিয়া সারের বস্তা। তবে সেটা শুধু লোক দেখানোই। বস্তার মধ্যে ছিল প্রায় ১৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট!

পুলিশ জানিয়েছে, ধৃতেরা বুন্দি থেকে টঙ্কে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, ২০০টি কার্তুজ এবং প্রায় ১,১০০ মিটারের ছ’বান্ডিল সেফ্‌টি ফিউজ় তারও উদ্ধার করেছে পুলিশ। তাদের অনুমান, কোনও হামলার ছক কষা হয়েছিল। তবে কোথায়, কী ভাবে এই হামলার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে আর কারা জড়িয়ে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

মৃত্যুঞ্জয় জানান, ধৃতদের জেরা করে অজানা সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। এত বিস্ফোরক কী উদ্দেশ্যে বুন্দি থেকে টঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের নেপথ্যে আরও অনেকে জড়িত রয়েছেন। তাঁদের সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে।

গত মাসেই দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়। তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরক হিসাবে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। আত্মঘাতী হামলা বলেই মনে হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। তার পর থেকেই দেশ জুড়ে নানা জায়গায় তল্লাশি চালিয়ে অনেক বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন