Helmets

মোটরবাইক কিনলে গ্রাহককে দু’টি হেলমেট দিতে হবে প্রস্তুতকারক সংস্থাকে! নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র

সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ১৯৮৯-এ কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সেখানেই দু’টি করে হেলমেটের প্রস্তাব উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:২৩
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

একটি নয়, এ বার থেকে মোটরবাইক কিনলে গ্রাহকে দু’টি হেলমেট দিতে হবে। শুধু তা-ই নয়, হেলমেটের গুণমানও সঠিক হতে হবে। অর্থাৎ সেই হেলমেটগুলি হতে হবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর স্থির করে দেওয়া গুণমান অনুযায়ী। মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য এ বার নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র। যদিও বিষয়টি এখনও প্রস্তাব আকারেই রয়েছে।

Advertisement

সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ১৯৮৯-এ কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সেখানেই দু’টি করে হেলমেটের প্রস্তাব উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। বাইকচালক এবং বাইকের পিছনে বসা আরোহীদের নিরাপত্তার স্বার্থের কথা ভেবেই এই চিন্তাভাবনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ২০২৫ চালু হওয়ার তিন মাসের মধ্যে এই নয়া বিধি চালু করা হবে। মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাগুলিকে সেই মর্মেই নির্দেশ দেওয়া হবে। মোটরবাইক কিনলেই গ্রাহককে দু’টি হেলেমেট দেওয়া বাধ্যতামূলক। বিনামূল্যে সেই হেলমেট দিতে হবে।

এ ছাড়াও নিরাপত্তা সংক্রান্ত আরও একটি নিয়মও আনতে চলেছে কেন্দ্র। ৫০ সিসির উপরে যে সব মোটরবাইক এবং স্কুটার আছে অথবা যে মোটরবাইকের সর্বাধিক গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি— এ রকম মোটরবাইকগুলিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) রাখা বাধ্যতামূলক। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। সেই এবিএসগুলি হতে হবে আইএসআই স্ট্যান্ডার্ডের।

Advertisement
আরও পড়ুন