(বাঁ দিকে) আমেরিকার বিদেশ দফতরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাঁচ দিনের সফরে রবিবার ভারতে আসছেন আমেরিকার বিদেশ দফতরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। বৃহস্পতিবার পর্যন্ত এই দেশে থাকবেন তিনি। ভারতের বিভিন্ন মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, ভারত-মার্কিন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ভারতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প প্রশাসনের ওই কর্তা। বিদেশ সচিব বিক্রম মিস্রীর সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র দফতরে যাওয়ার কথা রয়েছে অ্যালিসনের। মহাকাশ গবেষণায় আমেরিকা-ভারত আর কোথায় এবং কী ভাবে এক সঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও একপ্রস্ত ভারতীয় কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।
চলতি সপ্তাহেই বাণিজ্যচুক্তি নিয়ে কথা এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছে আমেরিকার একটি প্রতিনিধিদল। ভারতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রতিনিধিদলের সদস্যেরা। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের আলোচনায় বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত করতে পারে দুই দেশ।