S. Jaishankar- Putin

ক্রেমলিনে গিয়ে পুতিনের মুখোমুখি হলেন জয়শঙ্কর, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও

লাভরভের সঙ্গে আলোচনার পরে যৌথ সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর বলেন, “আমরা মনে করি যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভারত-রাশিয়ার মৈত্রী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২২:২৯
(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং এস জয়শঙ্কর (ডান দিকে)।

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং এস জয়শঙ্কর (ডান দিকে)।

মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে বৃহস্পতিবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করলেন তিনি।

Advertisement

লাভরভের সঙ্গে আলোচনার পরে যৌথ সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর বলেন, “আমরা মনে করি যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভারত-রাশিয়ার মৈত্রী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। এই আবহে পুতিন-জয়শঙ্করের সাক্ষাৎ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

রাশিয়া সফরে গিয়ে বুধবার মস্কোয় ভারত-রাশিয়া ‘বিজ়নেস ফোরাম’-এর আলোচনায় যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে রাশিয়ার উপ বিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গে আলোচনা করেন তিনি। ওই আলোচনাচক্রে ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তির জন্য ফের সওয়াল করেন জয়শঙ্কর। দ্রুত এই চুক্তি হওয়া উচিত বলে জানান তিনি। বিদেশমন্ত্রী বলেন, ‘‘এমন চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতাগুলি আর থাকবে না।’’ প্রসঙ্গত, চলতি মাসেই রাশিয়া গিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনিও ক্রেমলিনে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারি নিয়ে কথা হয়েছিল বলে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছিল।

Advertisement
আরও পড়ুন