—প্রতীকী চিত্র।
একই বিন্দুতে এল তৃণমূল, বাম ও ডিএমকে।
আইপ্যাকের ঠিকানায় তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশকর্তাদের বাধা দেওয়ার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ইডি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। তাতেই রাজ্যের আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন, ইডি আদৌ সংবিধানের ৩২তম অনুচ্ছেদের আওতায় নিজের অধিকার লঙ্ঘন হয়েছে বলে কোর্টের দ্বারস্থ হতে পারে কি না? এ বার আরও দুই বিরোধী শাসিত রাজ্য, কেরলের বাম সরকার ও তামিলনাড়ুর ডিএমকে সরকার সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে, ইডি তার অধিকার লঙ্ঘন হয়েছে বলে সংবিধানের ২২৬তম অনুচ্ছেদের আওতায় মামলা বা রিট পিটিশন দায়ের করতেপারে কি না? আজ সুপ্রিম কোর্ট এই বিষয়টি খতিয়ে দেখবে বলে জানায়।
ইডি তার অধিকার কার্যকর করার জন্য রিট পিটিশন দায়ের করতে পারে কি না, তা নিয়ে আজ ইডি-র বক্তব্য জানার জন্য সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নোটিস জারি করেছে। ইডি কেরলে সোনা পাচারের মামলায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও অন্য নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে বলে রাজ্য সরকার এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ গিয়েছে। কেরল হাই কোর্ট তাতে স্থগিতাদেশ দেয়। কিন্তু রাজ্যের বক্তব্য, ইডি এ ক্ষেত্রে নিজের অধিকার লঙ্ঘন হয়েছে বলে কোনও মামলা করতে পারে না। সংবিধান ইডিকে কোনও অধিকার দেয়নি।