Royal Bengal Tiger

Viral: বাঘের নিশানায় নাচে মগ্ন ময়ূর, ভাইরাল ভিডিয়োয় দেখুন পরের সেই দৃশ্য

শেষ মুহূর্তের ‘সতর্ক বার্তা’ শুনে পড়ি কি মরি করে উড়ে পালাল চার জনেই। লাফ মেরেও বাঘ তাদের থাবার নাগালে পেল না।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ২১:১৫
ইউটিউবের ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

ইউটিউবের ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

ঘাসবনের ভিতর থেকে গুঁড়ি মেরে এগিয়ে আসছে বাঘ। তার নিশানায়, অদূরের একচিলতে খোলা জায়গায় পেখম মেলে তিন সঙ্গিনীর মনোরঞ্জনে ব্যস্ত ময়ূর!

শেষ পর্যন্ত অবশ্য দেশের জাতীয় পশুর শিকারে পরিণত হতে হল না জাতীয় পাখিকে। এক ময়ূরীর চোখে পড়ে গেল বাঘটি। শেষ মুহূর্তের ‘সতর্ক বার্তা’ (অ্যালার্ম কল) শুনে পড়ি কি মরি করে উড়ে পালাল চার জনেই। লাফ মেরেও বাঘ তাদের থাবার নাগালে পেল না।

Advertisement

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। স্থান-কালের নাম নেই তাতে। কিন্তু দুই প্রজাতির একত্র উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, এটি ভারতের কোনও জঙ্গলেরই দৃশ্য।

Advertisement
আরও পড়ুন