—প্রতীকী চিত্র।
স্বামীকে বার বার আত্মহত্যার হুমকি দেওয়া মানসিক নির্যাতনের শামিল। পাশাপাশি, স্ত্রী যদি একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেন, বা স্বামীকে ধর্মান্তরিত হওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন, সেটিও নিষ্ঠুরতা হিসাবে গণ্য হবে। বিবাহবিচ্ছেদের এক মামলায় এ বার এমনটাই জানিয়ে দিল ছত্তীসগঢ় হাই কোর্ট।
ছত্তীসগঢ়ের বালোদ জেলার বাসিন্দা এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি রজনী দুবে এবং বিচারপতি অমিতেন্দ্র কিশোর প্রসাদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্ত্রী যদি স্বামীকে বার বার আত্মহত্যার হুমকি দেন, তা হলে তা ‘মানসিক নিষ্ঠুরতা’ হিসাবে গণ্য হবে। এই যুক্তিতে স্বামীর বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে দুই বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, নিষ্ঠুরতা কেবল শারীরিক নয়, মানসিকও হতে পারে। আবেদনকারীর মনে ‘আশঙ্কা বা উদ্বেগ সৃষ্টিকারী আচরণ’ও এর অন্তর্ভুক্ত।
ওই দম্পতির বিয়ে হয় ২০১৮ সালের মে মাসে। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ১৪ অক্টোবর বালোদের গুরুড় থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে মাঝে মাঝেই আত্মহত্যার হুমকি দিতেন। শুধু তা-ই নয়, বেশ কয়েক বার বিষ খাওয়া, ছুরি দিয়ে নিজেকে জখম করা এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করেছিলেন তাঁর স্ত্রী। পাশাপাশি, স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনেরা যুবককে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতেন বলে দাবি। ওই যুবক জানান, স্ত্রীর আচরণে সর্বদা ভয়ে সিঁটিয়ে থাকতেন তিনি। পরে বিচ্ছেদের মামলা হলে পারিবারিক আদালত তা মঞ্জুর করে। ২০২৪ সালের জুনে পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন স্ত্রী। সেই মামলায় এ বার পারিবারিক আদালতের রায়ই বহাল রাখল হাই কোর্ট।