Amla Recipes

গোটা আমলকি দেখে নাক সিঁটকায় ছোটরা! ভোলবদল হোক ৭ কৌশলে, বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে

স্বাদে কষা ভাব থাকে বলে গোটা আমলকি খেতে চায় না ছোটরা। কিন্তু তা হলে আমলকির গুণাগুণ কী ভাবে সন্তানদের শরীরে পৌঁছে দেওয়া সম্ভব? আমলকি দিয়ে মজাদার কয়েকটি খাবার বানিয়ে ফেলতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:০০
আমলকি দিয়ে বানিয়ে ফেলুন ৭টি খাবার।

আমলকি দিয়ে বানিয়ে ফেলুন ৭টি খাবার। ছবি: সংগৃহীত।

আমলকির গুণাগুণ অনস্বীকার্য হলেও স্বাদে তার অত সুখ্যাতি নেই। অনেকেই তাই সন্তানদের আমলকি খাওয়াতে গিয়ে নাস্তানাবুদ হন। বড়রা বলেন, কষা ভাব পেরিয়ে গিয়ে জল খেলেই নাকি মিষ্টি স্বাদ জিভে ঠেকবে, কিন্তু ছোটদের কি অত ধৈর্য আছে নাকি! তা হলে আমলকির গুণাগুণ কী ভাবে সন্তানদের শরীরে পৌঁছে দেওয়া সম্ভব? ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট ভরা আমলকি হজমে সাহায্য করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকে ঔজ্জ্বল্য আনে।

Advertisement

বাজারের ফর্দ থেকে বাদ দিয়ে দেওয়ার দরকার নেই। বাড়ির ছোটদের জন্য আমলকি দিয়ে মজাদার কয়েকটি খাবার বানিয়ে দিতে পারেন। কষা ভাবের প্রভাব খানিক কম থাকে তাতে। খেতেও ভাল, পুষ্টিগুণও শরীরে পৌঁছোতে পারে।

মোরব্বা: চিনির রসের সঙ্গে ঢিমে আঁচে আমলকি রেঁধে বানাতে হবে মোরব্বা। চিনির স্বাদ কষা ভাবের দাপট খানিক কমিয়ে দিতে পারে। তাই একটি করে আমলকির মোরব্বা খেলেও স্বাস্থ্যের উপকার হবে।

আমলকির মোরব্বা।

আমলকির মোরব্বা। ছবি: সংগৃহীত।

জ্যুস: টাটকা আমলকি থেকে রস বার করে নিয়ে তাতে হালকা উষ্ণ জল এবং মধু মিশিয়ে দিতে পারেন। এই জ্যুসে তৎক্ষণাৎ রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। উপরন্তু অতটাও খারাপ লাগবে না।

আচার: আমলকি অপছন্দের হলেও টক টক, মুখরোচক আমলকির আচার অনেকেরই পছন্দের। বাড়িতে অনেকখানি আচার একসঙ্গে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। খিদে বাড়ানো থেকে অন্ত্রের স্বাস্থ্য উন্নতিতে কাজে আসবে।

লজেন্স: চকোলেট, ক্যান্ডি বা লজেন্স শুনেই বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে ছোটরা। তা হলে আমলকিকে লজেন্সে পরিণত করে নিতে পারেন। মিষ্টির প্রভাবে কষা ভাব কমে যাবে, কিন্তু স্বাস্থ্যকরই থেকে যাবে।

আমলকির লজেন্স।

আমলকির লজেন্স। ছবি: সংগৃহীত।

স্মুদি: আমলকির সঙ্গে কলা, পালংশাক, দই বা ইয়োগার্ট বেটে নিন মিক্সারে গ্রাইন্ডারে। উপকারী এবং সুস্বাদু জলখাবার হিসেবে আমলকির স্মুদি বানিয়ে নিতে পারেন।

আমলকি দিয়ে বানিয়ে নিন স্মুদি।

আমলকি দিয়ে বানিয়ে নিন স্মুদি। ছবি: সংগৃহীত।

চাটনি: কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন দিয়ে বানানো আমলকির চাটনি চেখে দেখেছেন? প্রতি দিন খাবার পাতে থাকতে পারে এমনই এক স্বাস্থ্যকর চাটনি বানিয়ে নিতে পারেন। এতে শরীর থেকে বিষাক্ত পদার্থও বেরিয়ে যেতে পারে।

চা: আমলকির শুকনো টুকরো এবং আদা দিয়ে জল ফুটিয়ে তাতে অল্প মধু মিশিয়ে দিন। গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খেলে আরাম হবে শরীরে।

Advertisement
আরও পড়ুন