Coffee for Hair

পুজোর আগে চুলের ভোল বদলাতে চান? সপ্তাহে এক দিন ব্যবহার করুন কফি মাস্ক

কফি দিয়ে চুলের যত্ন নেওয়ার বেশ কিছু সহজ উপায় রয়েছে। কফিতে থাকা ক্যাফেইন চুলের ফলিকলের স্বাস্থ্য ভাল রেখে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৪৭

ছবি : সংগৃহীত।

সুন্দর সাজগোজ, মেকআপর মতো সুন্দর চুলও ফ্যাশনকে আলাদা মাত্রা দেয়। কিন্তু ব্যস্ত জীবনযাত্রা এবং মানসিক চাপের সবচেয়ে বেশি প্রভাব পড়ে চুলেই। যখন তখন শুরু হয় চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা। এক ঢাল ঘন চুল পাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তা পেতে হলে এক দিকে যেমন খাওয়াদাওয়ার ক্ষেত্রে সঠিক পুষ্টিতে গুরুত্ব দেওয়া জরুরি, তেমনই জরুরি চুলের যত্ন নেওয়া।

Advertisement

কফি দিয়ে চুলের যত্ন নেওয়ার বেশ কিছু সহজ উপায় রয়েছে। কফিতে থাকা ক্যাফেইন চুলের ফলিকলের স্বাস্থ্য ভাল রেখে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

১। কফি মাস্ক

২ টেবিল চামচ কফি পাউডার নিন। এর সাথে ১ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। চুল পরিষ্কার করে শ্যাম্পু করার পর এই মিশ্রণটি চুলে এবং চুলের গোড়ায় ভালোভাবে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলকে পুষ্টি জোগায় এবং শুষ্ক চুলকে মসৃণ করে।

২। কফি হেয়ার রিন্স

এক কাপ গরম জলে ২-৩ চামচ কফি পাউডার মিশিয়ে ঠান্ডা হতে দিন। শ্যাম্পু করার পর এই কফি মিশ্রণটি দিয়ে চুল ধীরে ধীরে ধুয়ে নিন। ১০-১৫ মিনিট পর সাধারণ জল দিয়ে আবার ধুয়ে ফেলুন। এটি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং চুলকে নরম করে।

৩। কফি হেয়ার অয়েল

একটি কাচের বোতলে ১ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল নিন। এর মধ্যে ২-৩ চামচ কফি বিন বা কফি পাউডার মেশান। বোতলের মুখ শক্ত করে বন্ধ করে এটিকে সূর্যের আলোয় বা হালকা গরম জায়গায় ৭-১০ দিনের জন্য রেখে দিন, যাতে কফির গুণাগুণ তেলের সাথে মিশে যায়। এরপর তেলটি ছেঁকে একটি পরিষ্কার বোতলে রাখুন। এই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল ঘন হয়। চুল পড়া কমে।

Advertisement
আরও পড়ুন